ব্যালন ডি’অর জিতে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উসমান দেম্বেলে, তখন তার সাবেক সতীর্থ লিওনেল মেসিও শামিল হলেন সেই আনন্দে। ফরাসি এই ফরোয়ার্ডের আনন্দের মুহূর্তে আর্জেন্টাইন মহাতারকা মেসি জানালেন আন্তরিক শুভেচ্ছা।
এক বিবৃতিতে মেসি লিখেছেন, ‘গ্রান্দে ওউস। অভিনন্দন।আমি তোমার জন্য ভীষণ খুশি। এই পুরস্কার তোমারই প্রাপ্য।’
রেকর্ড আট বারের ব্যালন ডি’অরজয়ী মেসির সঙ্গে বার্সেলোনায় কয়েক মৌসুম খেলেছেন দেম্বেলে। ফরাসি ফরোয়ার্ড বেশিরভাগ সময় চোটে থাকলেও দু’জনের বোঝাপড়া ছিল দারুণ।
এদিকে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। ক্লাবটির হয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতার অন্যতম নায়ক তিনি। ১৮ বছর বয়সী এই উইঙ্গার মৌসুমজুড়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন।