গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধিকে নেওয়া হলো কেন? কী কারণ কী উদ্দেশ্যে কোন প্রয়োজন আছে। একমাত্র কারণ হলো, এই প্রধান উপদেষ্টার প্রটেকশন অন্যান্য উপদেষ্টাদের প্রটেকশন।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলে রাশেদ খান। তার দাবি, আওয়ামী লীগ কোনো শক্তি না, অপশক্তি।
যুক্তরাষ্ট্রে গেলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে, এটি সরকার জানতো বলে দাবি রাশেদ খানের। তিনি বলেন, একটা বিব্রতকর পরিস্থিতি আওয়ামী লীগ সৃষ্টি করবে তা সরকার জানতো। আওয়ামী লীগ তো দল না, তারা ফ্যাসিস্ট ও হিংস্র। তারা এগুলো ঘটাবে এটা জানতো সরকার।
সেই জায়গা থেকে সরকার রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে যায়। যাতে করে এই প্রটেকশনটা নিশ্চিত হয়। কিন্তু ঘটেছে উল্টো ঘটনা।
এ ঘটনায় আওয়ামী লীগ নিজ কপালে কুড়াল মেরেছে বলে মন্তব্য রাশেদ খানের।
তিনি বলেন, আওয়ামী লীগ তার কপালে কুড়াল মেরেছে। এই ঘটনার পর পুরোজাতি এক হয়ে গেছে। বিএনপি-জামায়াত-গণ অধিকার পরিষদ-এনসিপি, আমরা কিন্তু সবাই এক হয়ে গেছি যে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ কোনো শক্তি হতে পারে না এটা একটি অপশক্তি। এই অপশক্তিকে যদি আমরা সুযোগ দেই তাহলে এরা কিন্তু শেষ করে ফেলবে।
কেএন/টিএ