রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতীয় পার্টি নিষিদ্ধ করা একটা রাজনৈতিক ইস্যু। আসলে এখানে কোনো এথিক্স টেথিক্স আওয়ামী লীগের দোষর কলাবরেটর এসব কিচ্ছু না।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
জাপা নিষিদ্ধের ব্যাপারে ডা. জাহেদ উর রহমান বলেন, এটা একটা পলিটিক্স। এই পলিটিক্সে জাতীয় পার্টি মাঠে না থাকলে জামাতের পক্ষে এনসিপির পক্ষে বিরাট সুবিধা বা জাতীয় পার্টিকে এখান থেকে সরিয়ে দেওয়া গেলে বিএনপির বড় অসুবিধা তৈরি হবে।’
তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়কে বলেছেন, ‘আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দল সবাই নির্বাচনে আসুক। কোনোভাবে আমরা নির্বাচনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ এগুলো করেছিল, আমরা করবো না।’
পরে গণমাধ্যমকে তিনি বলেছেন, আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত তার আগেই জানিয়েছেন। আমি এটাও ঠিক মনে করি।”
মির্জা ফখরুল সম্পর্কে তিনি বলেন, ‘আওয়ামী লীগও নির্বাচনে আসুক, এটা বলার মতো ইমপ্র্যাক্টিক্যাল ওনার হওয়ার কোনো কারণ নেই। তবে জাতীয় পার্টির ব্যাপারে তারা সাম্প্রতিক সময়ে মোটাদাগে খোলাখুলি বলে দিয়েছেন যে কোনো দল নিষিদ্ধের পক্ষে না তারা। অন্ততপক্ষে এক্সিকিউটিভ অর্ডারে তো না-ই, সেটা বিচারিকভাবে হতে পারে।’
কেএন/টিএ