ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ সেপ্টম্বর) বিকালে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকালে লড়াইঘাট, বাঘাডাংগা বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের আটক করে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
আটকরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটকদের মধ্যে দুজনকে যশোর জাস্টিন অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অন্যদের আদালতে সোপর্দ করা হবে।
ইউটি/টিএ