ঘরের মাঠে খেলার স্বপ্ন ভঙ্গ বার্সেলোনার

ঘরের মাঠে ফেরার স্বপ্ন আবারও ভেঙ্গে গেলো বার্সেলোনার। প্রশাসনিক অনুমতি না পাওয়ায়, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটাও ন্যু ক্যাম্পে খেলতে পারবে না কাতালুনিয়ানরা। ক'দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ম্যাচের জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর, এবার লা লিগার ম্যাচ আয়োজনেও অনুমতি পেলো না বার্সা কর্তৃপক্ষ।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দুই দফায় ন্যু ক্যাম্পে সংস্কার কাজ করেছে কাতালুনিয়ান কর্তৃপক্ষ। ১৯৮২ সালে একবার আর ২০২৩ সালে আরেকবার। কিন্তু দ্বিতীয় দফার এই সংস্কার কাজ হাতে নিয়েই যেন সবচেয় বড় ভুল করে ফেলেছে বার্সা ম্যানেজমেন্ট। কারণ, সেই ২০২৩ এ শুরু হওয়া সংস্কার যে শেষ হয়নি এখনও।

২০২৫ এর সেপ্টেম্বর শেষ হয়ে অক্টোবর চলে এলেও, কবে নাগাদ এই স্টেডিয়াম ম্যাচ আয়োজনের জন্য প্রস্তত হবে তা বলতে পারছে না লাপোর্তা প্রশাসন। কয়েক দফায় কাজ শেষ করার দাবি করলেও, বারবারই ভিন্ন ভিন্ন কারণে সংস্কার কাজকে পাশ মার্ক দেয়নি স্থানীয় প্রশাসন। যে কারণে নিজেদের ঘরের মাঠে আজও ব্রাত্য ক্লাব বার্সেলোনা।



কিন্তু চলতি মৌসুম শুরুর আগে জানানো হয়েছিলো, স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক এন্ট্রি পয়েন্টের নিরাপত্তা ব্যবস্থার কাজ শেষ হলেই ম্যাচ আয়োজনের অনুমতি পাবে বার্সেলোনা। কিন্তু মৌসুম শুরু হয়ে ৬ ম্যাচ শেষ হয়ে গেলেও, এখনও আগের অবস্থাতেই পড়ে আছে ন্যু ক্যাম্প।

আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি নিজেদের হোম ভেন্যূতে খেলতে প্রাণান্তকর চেষ্টা করেছিলো বার্সেলোনা কর্তৃপক্ষ। পুরো কাজ শেষ না হলেও ২৭ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়েই ফিরতে চেয়েছিলো তারা। কিন্তু এবারও বাঁধা দিয়েছে বার্সেলোনা সিটি কাউন্সিল। সেই একই নিরাপত্তার ঘাটতির কারণে মাঠ ব্যবহারের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। কাউন্সিলের দাবি, মাঠের এক্সিট, সিড়ি, বিভিন্ন ট্রাফিক সাইন এবং যানবাহনের প্রবেশ পথে কাঠামোগত ত্রুটি রয়ে গেছে। যা এখনও ঠিক করা হয়নি।

সমস্যাগুলো ছোট এবং দ্রুত সমাধান যোগ্য হলেও বার্সেলোনাকে কোনো অবস্থাতেই আগেভাগে অনুমতি দিতে রাজি নয় কাউন্সিল। আর যে কারণে হাজার চেষ্টা করেও রোববারের ম্যাচটা তাদের খেলতে হবে এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিতে। এ ঘটনায় বেশ মর্মাহত বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট। দ্রুততম সময়ের মধ্যে ন্যু ক্যাম্পে ম্যাচ ফেরানোর প্রতিশ্রুতি দিলেন সমর্থকদের।

বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট বলেন, 'আমরা উয়েফার নিয়ম মেনেই সব কাজ করেছি। কিন্তু তারপরও কেন যেন বারবার কাউন্সিল আমাদের ফিরিয়ে দিচ্ছে। তারা যে চাহিদা দিয়েছে, আমরা সেগুলোও পূরণ করেছি। চেয়েছিলাম এ রোববারের ম্যাচ দিয়েই ফিরবো। কিন্তু সেটা হচ্ছে না। সমর্থকদের কাছে আমি কথা দিচ্ছি, আমরা দ্রুতই ন্যু ক্যাম্পে ফিরবো।' শুধু লা লিগা নয় বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ ভেন্যুও বদলে গেছে এই ঝামেলায়। পহেলা অক্টোবর পিএসজির বিপক্ষে নিজেদের হোম ম্যাচটাও মন্টজুইকে খেলতে হবে বার্সেলোনাকে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এগুলো মোটেও আমার নয় : প্রভা Sep 25, 2025
img
জনপ্রশাসন কমিটি থেকে বাদ পড়লেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব Sep 25, 2025
img
জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই: সামিরা খান মাহি Sep 25, 2025
img
চলছে গকসু নির্বাচনের ভোটগ্রহণ Sep 25, 2025
img

শেখ হাসিনা-তাপস ফোনালাপ

‘তুমি নরমাল ফোনে কল দেও, ইন্টারনেটের অবস্থা ভালো না’ Sep 25, 2025
img
মা হলেন মার্কিন পপ তারকা রিহানা Sep 25, 2025
img
মালদ্বীপ থেকে রেমিটেন্স পাঠানোর শীর্ষে বাংলাদেশিরা Sep 25, 2025
img
নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক ২৪ Sep 25, 2025
img
মেসির জোড়া গোলে নিউইয়র্ক সিটিকে হারাল মায়ামি Sep 25, 2025
img
পরিবারের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করিনি : সাবা Sep 25, 2025
img
অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান Sep 25, 2025
img
সাগরে লঘুচাপ, টানা ৩ দিন ভারী বৃষ্টির আভাস Sep 25, 2025
img
ব্যাচেলর পয়েন্টে ফিরছে ইভা! Sep 25, 2025
img
চানখারপুলের ঘটনায় ৮ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Sep 25, 2025
img
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে আটক ৪ Sep 25, 2025
img
শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধোয়া হয়নি অভিনেত্রী প্রকৃতি মিশ্রর! Sep 25, 2025
img
পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক Sep 25, 2025
img
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের, ছক্কায় রেকর্ড গড়লেন সাইফ Sep 25, 2025
img
ঘরের মাঠে খেলার স্বপ্ন ভঙ্গ বার্সেলোনার Sep 25, 2025
img
জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের হামলায় প্রাণ হারাল যুবক Sep 25, 2025