হারিস-ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ বিসিসিআই-এর

মাঠের ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ যতটা না উত্তেজনা ছড়িয়েছে, তারচেয়ে বরং অন্য বিষয়েই বেশি রেষারেষি চলছে তাদের। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ভারতের কাছে চিরপ্রতিদ্বন্দ্বীরা পাত্তা পায়নি। ওই ম্যাচে পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ ও ব্যাটার শাহিবজাদা ফারহানের উদযাপন কিংবা অঙ্গভঙ্গি নিয়ে ক্ষিপ্ত ছিল ভারতীয় সমর্থকরা। এবার সেই অভিযোগেই তাদের বিরুদ্ধে আইসিসিতে নালিশ দিয়েছে বিসিসিআই।

সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বুধবার ই-মেইলের মাধ্যমে হারিস রউফ ও শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে বিসিসিআই। যদি লিখিতভাবে ফারহান-রউফ ওই অভিযোগ অস্বীকার করেন, তারা আইসিসিতে শুনানির মুখোমুখি হতে পারেন। সেই শুনানি পরিচালনা করতে পারেন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। চলমান এশিয়া কাপে আরেক ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে এর আগে আপত্তি তুলেছিল পাকিস্তান।

সুপার ফোরের ম্যাচে হারিস রউফ বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় ভারতীয় সমর্থকরা ‘কোহলি, কোহলি’ বলে স্লোগান দেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের দুই বলে পরপর দুটি ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। তাদের জবাব দিতে গিয়ে হারিস রউফ হাতের ইশারায় ‘বিমান উড়তে উড়তে মাঝপথে ভেঙে পড়া’র ভঙ্গি দেখান। এরপর সঞ্জু স্যামসনকে আউট করার পরও একইভাবে উদযাপন করেছেন হারিস রউফ।

একই ম্যাচে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূরণ করার পরই ব্যাটের হাতলটিকে কাঁধের কাছে রেখে উচ্ছ্বাস করেন সাহিবজাদা ফারহান। দেখে মনে হচ্ছিল তিনি বন্দুক চালাচ্ছেন। যদিও বিভিন্ন খেলায় এমন উদযাপন আগেও দেখা গেছে। যা ‘একে৪৭ সেলিব্রেশন’ নামেও পরিচিত। পরবর্তীতে এ নিয়ে প্রশ্ন করা হলে ফারহান ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘সেটা ওই মুহূর্তে মাথায় এসেছিল। আমি হাফসেঞ্চুরির পর খুব একটা উদযাপন করি না। কিন্তু হঠাৎ মনে হলো, এই ম্যাচে করব, তাই করেছি। আমি জানি না কে কীভাবে নিয়েছে। তাতে আমার কিছু যায়-আসে না।’

এর আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিল পাকিস্তান। একে তো প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি, তার ওপর গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়ে বলেছিলেন, ‘এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি। তারা যে সাহস দেখিয়েছে তার তুলনা নেই। আশা করছি ভবিষ্যতেও ওরা এভাবেই আমাদের অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।’ ওই বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে অভিযোগ করেছে পিসিবি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
‘সেমিফাইনালে’ বাংলাদেশের ভরসা সাম্প্রতিক পরিসংখ্যান Sep 25, 2025
img
নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন Sep 25, 2025
img
শাহরুখকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ আরিয়ান-সুহানার Sep 25, 2025
img
ড. ইউনূস পলিটিশিয়ানদের ‘ঢাল’ হিসেবে নিয়ে গেলেন : রুমিন ফারহানা Sep 25, 2025
img
ইনুকে ২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ Sep 25, 2025
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নেতৃত্বের ফোরামে যোগদানের আমন্ত্রণ পেলেন ড. ইউনূস Sep 25, 2025
img
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বুরুন্ডির পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক Sep 25, 2025
img
লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিরতি ঘোষণা শ্রেয়াস আইয়ারের Sep 25, 2025
img
২৮০ কোটি আয়ে ব্লকবাস্টার ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’ Sep 25, 2025
img
ক্যাচ মিসে শীর্ষে ভারত, ৮ম অবস্থানে বাংলাদেশ Sep 25, 2025
img
চীনা নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোটে যোগ দিতে চায় বাংলাদেশ Sep 25, 2025
img
ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টাও সহযোগিতা করছেন : মির্জা ফখরুল Sep 25, 2025
img
জাকেরের ক্যাচ মিসেই ম্যাচ হাতছাড়া বাংলাদেশের! Sep 25, 2025
img
৪ বিশ্বনেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে : শফিকুল আলম Sep 25, 2025
img
শাপলা প্রতীকের ক্ষেত্রে আমরা শতভাগ সিরিয়াস : সারোয়ার তুষার Sep 25, 2025
img
ইরান কখনো অন্যায়ের সামনে মাথানত করবে না : মাসউদ পেজেশকিয়ান Sep 25, 2025
img
বিশ্বের দ্বিতীয় ধনীর ৯৫% সম্পদ বিতরণের ঘোষণা Sep 25, 2025
img
সবাইকে ধন্যবাদ জানালেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি Sep 25, 2025
img
শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি: ডা. জাহিদ Sep 25, 2025
img
এস আলম ও তার ২ ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ Sep 25, 2025