‘সেমিফাইনালে’ বাংলাদেশের ভরসা সাম্প্রতিক পরিসংখ্যান

এশিয়া কাপের ফাইনালে ওঠার প্রথম সুযোগে ভারতের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ। ফলে পাকিস্তানের সঙ্গে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত সেমিফাইনাল। ফাইনালে উঠতে উভয়ের সামনেই সহজ সমীকরণ, যারা জিতবে ভারতের বিপক্ষে তারাই মহারণী ম্যাচ খেলবে। আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

এশিয়া কাপের গ্রুপপর্ব পেরোনোর সময়ও হয়তো বাংলাদেশের ফাইনাল খেলা নিয়ে আশাবাদী মানুষের সংখ্যা কম ছিল। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই সেই আশার বেলুন ফুলে-ফেঁপে উঠেছে। ওই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং নৈপুণ্য আশা দেখাচ্ছে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচেও। আর টাইগারদের বোলিং বিভাগ কম-বেশি প্রত্যাশা পূরণ করে আসছে আগে থেকেই।

বাংলাদেশের জন্য আরেকটি বাড়তি পাওয়া পাকিস্তানের অধারাবাহিক ব্যাটিং। গ্রুপপবের্বে ভারত ছাড়া তাদের তেমন কঠিন পরীক্ষা দিতে হয়নি। ধারাবাহিকভাবে তারা সুপার ফোরেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হেরেছে। এরপর শ্রীলঙ্কার মাত্র ১৩৪ রান তাড়া করতে নেমে ১২ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় পাকিস্তান। শেষদিকে হুসাইন তালাত ও মোহাম্মদ নওয়াজের জুটি কোনোমতে তাদের বিপদ থেকে টেনে তুলেছে। পুরো টুর্নামেন্টে পাকিস্তানের ব্যাটিংয়ের দৈন্যদশাকে নিজেদের পক্ষে কাজে লাগাতে চাইবে বাংলাদেশের বোলাররা।

বাংলাদেশের বোলিং লাইনআপের প্রশংসা প্রতিপক্ষের মুখে এর আগেও শোনা গেছে। গতকালও (বুধবার) পাওয়ার প্লেতে ১২ গড়ে ৭২ রান এবং ১০.১ ওভারে দলীয় একশ পূর্ণ করা ভারতের বিপক্ষে পরের অর্ধাংশে ঘুরে দাঁড়ান মুস্তাফিজ-রিশাদরা। ফলে দুইশ’র পথে থাকা সূর্যকুমার যাদবের দল করে শেষমেষ ১৬৮ রান। সেই লক্ষ্য তাড়ায় সাইফ হাসান ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটারই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ফলে বাংলাদেশের জন্য আশার সঙ্গে হতাশার জায়গাও অধারাবাহিক ব্যাটিং।



সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য আশা জোগাচ্ছে টাইগারদের। বাংলাদেশের মাটিতে সর্বশেষ জুলাইতে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এ ছাড়া শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস মিলিয়ে টানা তিনটি সিরিজ জিতে লিটন দাসের দল এশিয়া কাপ খেলতে গেছে। যদিও পাকিস্তানের সঙ্গে সবমিলিয়ে টি-টোয়েন্টি পরিসংখ্যানটা আহামরি আশা জাগানিয়া নয়। সবমিলিয়ে বাংলাদেশ ও পাকিস্তান ২৫ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান ২০ ও বাংলাদেশ জিতেছে ৫টিতে।

পাকিস্তানের বিপক্ষে পরিকল্পনা নিয়ে গত ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া জাকের আলি অনিক বলেন, ‘আগেও বলেছি আমরা চ্যাম্পিয়ন হতেই আসছি। কালকের (পাকিস্তান) ম্যাচেও সেই সাহস নিয়েই খেলব, আমরা ফাইনালে ওঠা এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব ইনশাআল্লাহ। পরিকল্পনা এরকমই থাকবে। বোলিংয়ে ভালো করেছি। ব্যাটিংটাও এই টুর্নামেন্টেই আমরা ভালো করেছি। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। আশা ছাড়ার কিছু নেই।’

অন্যদিকে, পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির মতে বাংলাদেশকে হারাতে হলে পাকিস্তানকে নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে। বাঁ-হাতি এই পেসার বলেন, ‘বাংলাদেশ ভালো দল। ক’দিন ধরে খুব ভালো খেলছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা দিতে হবে আপনাকেই। সুযোগ দেওয়া যাবে না। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ভালো খেলতে হবে।’

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্ট : হাসনাত আব্দুল্লাহ Sep 25, 2025
img
বাংলাদেশকে ফাইনালে উঠতে হলে সাইফকেই জ্বলে উঠতে হবে: মালিক Sep 25, 2025
img
অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয়ের ১০% সংরক্ষণ বাধ্যবাধকতা তুলে নিল বাংলাদেশ ব্যাংক Sep 25, 2025
img
উত্তর কোরিয়ার কাছে ২ হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে দাবি দক্ষিণ কোরিয়ার Sep 25, 2025
img
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রীর বৈঠক Sep 25, 2025
img
আওয়ামী লীগ সন্ত্রাসী ও বর্বর রাজনৈতিক দল : শামসুজ্জামান দুদু Sep 25, 2025
img
বাংলাদেশ-ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণের স্মারক স্বাক্ষরিত Sep 25, 2025
img
জুবিনের শেষ সিনেমা মুক্তি নিয়ে মুখ খুললেন স্ত্রী গরিমা Sep 25, 2025
img
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গিলের ডেপুটি জাদেজা, চমকদায়ক দল ঘোষণা Sep 25, 2025
img
রাজনীতিতে নিজের জীবন উৎসর্গ করেছি : কনকচাঁপা Sep 25, 2025
img
এক যুগ পর পরিবর্তন ফুটবল লিগের নাম Sep 25, 2025
img
মা হতে চলেছেন ক্যাটরিনা, পোস্ট করে মুছে ফেললেন সালমান! Sep 25, 2025
img
আ. লীগের পুনর্বাসনে জামায়াতের ইন্ধন দেখা যাচ্ছে: রিজভী Sep 25, 2025
img
নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ: চীনা প্রতিনিধি দলকে জামায়াতের আমির Sep 25, 2025
img
সুমন কল্যাণের সংগীতে রূপার কণ্ঠে রবীন্দ্রনাথের গান Sep 25, 2025
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৯৯ মামলা Sep 25, 2025
img
পিআর হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে: সালাহউদ্দিন Sep 25, 2025
img
বৈষম্যবিরোধী নেতা মামুন নিখোঁজ, উদ্বেগ প্রকাশ হাসনাত আবদুল্লাহর Sep 25, 2025
img
একাত্তরে হারিয়েছি আজকেও হারাব : চমক Sep 25, 2025
img
জাতিসংঘে আফ্রিকার স্থায়ী সদস্যপদের দাবি জোরালো Sep 25, 2025