শারদীয় দুর্গাপূজায় কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোর হস্তে তা দমনের হুঁশিয়ারি দিয়েছেন ১৫ ইস্ট বেঙ্গল মেকানাইজডের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাবাড়ি স্টেডিয়াম ক্যাম্পে সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।
অনুপ্রবেশ ঠেকাতে তল্লাশি জোরদারের পাশাপাশি মণ্ডপের আশপাশে দোকানপাট না বসানোর আহ্বান জানান এ সেনা কর্মকর্তা। সভায় মণ্ডপকেন্দ্রিক নানা সমস্যা ও শঙ্কার কথা তুলে ধরেন মন্দির সংশ্লিষ্টরা।
এদিকে দুর্গোৎসবের আমেজে মুখরিত মন্দিরপাড়া। আর ভক্তদের নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী। মন্দিরের প্রবেশ পথ, সিসিটিভি ক্যামেরা, স্বেচ্ছাসেবকদের অবস্থান সবকিছু খতিয়ে দেখছেন সেনা সদস্যরা। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে বাড়িয়েছেন টহল এবং নজরদারিও তারা।
এ সভায় সেনা কর্মকর্তাদের হুঁশিয়ারি উৎসবে বিঘ্ন ঘটাতে চাইলে সর্বোচ্চ আইনি ক্ষমতা ব্যবহার করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
রং-তুলিতে সাজছে মন্দিরপাড়া, ঢাকের তালে তালে জমছে উৎসবের আমেজ। একইসঙ্গে আসন্ন দুর্গোৎসবকে ঘিরে কড়া নিরাপত্তার চাদর টানছে বাংলাদেশ সেনাবাহিনী। পুরোহিত, পূজা সংশ্লিষ্ট আর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় সভাও করেছে যৌথ বাহিনি।
রাজধানীর কাবাড়ি স্টেডিয়াম ক্যাম্পে সমন্বয় সভার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ফিফটিন ইস্ট বেঙ্গল মেকানাইজড। এতে অংশ নেন পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্য, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
কেএন/টিএ