সমীকরণটা সহজ ছিল। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা। তবে তা করতে পারেনি বাংলাদেশ। বোলিং ডিপার্টমেন্ট ভালো করলেও, ব্যাটসম্যানদের হতাশাজনক পারফর্মেন্সে এশিয়া কাপের সুপার ফোর থেকেই বিদায় নিল টাইগাররা। ইনজুরির কারণে ভারতের পর পাকিস্তানের বিপক্ষেও ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাসের। ফলে পাকিস্তানের বিপক্ষেও অধিনায়কের দায়িত্বটা ছিল জাকের আলির ওপর।
অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তাসকিন-রিশাদদের বোলিং তোপে পাকিস্তানকে ১৩৮ রানে বেঁধে ফেলে বাংলাদেশ। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২৪ রান পর্যন্ত করতে পারে জাকেরের দল। তাতে ১১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এদিকে ম্যাচ শেষে কথা বলেছেন জাকের আলী। সেখানে তিনি হারের কারণ হিসেবে দুই ম্যাচ দুই ভিন্ন ব্যাটিং লাইনআপকে দুষেছেন।
জাকের আলী বলেন, ‘গত দুই ম্যাচে ব্যাটিং ইউনিটের কারণে আমরা হেরেছি। বিপরীতে বোলিং বিভাগের হিসাবে আমরা ভালো খেলেছি, ছেলেরা অনেক ভালো পারফর্ম করেছে। গতকাল (বুধবার) ব্যাটিং ব্যর্থতার কারণে আমাদের মূল্য দিতে হয়েছে, একইভাবে আজকেও।’
এদিকে অধিনায়ক হিসেবেও নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাকের। তিনি বলেন, ‘(অধিনায়ক হিসেবে) কিছুটা কঠিন। কিন্তু আমি সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করেছি এবং ম্যাচে ফেরানোর। অধিনায়কত্বের সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা উপভোগ করারও চেষ্টা ছিল।’
ব্যাটসম্যানদের দোষ দিলেও বোলারদের প্রশংসা করেছেন জাকের। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘আমাদের বোলাররা (গর্বিত করেছে), বিশেষ করে রিশাদ-সাইফের কথা বলব। পুরো টুর্নামেন্টে সাইফ হাসানের ব্যাটিং অনেক ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে যথেষ্ট সমর্থন জোগাতে পারিনি। আর এই টুর্নামেন্টে আমাদের বোলাররা অনেক ভালো খেলেছে।’
এবি/টিকে