ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না তার। এই পেসার বদলির নামও জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না জোসেফ। সিডব্লিউআই এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন এই পেসার। আরো জানিয়েছে, আগামী মাসেই বাংলাদেশ সফরের আগে তার অবস্থা পুনর্মূল্যায়ন করা হবে। তবে তার চোটের বিষয়ে কিছু জানায়নি সিডব্লিউআই।
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে শামার জোসেফকে হারানোটা ওয়েস্ট ইন্ডিজের জন্য ক্ষতিই বটে। ১১ টেস্টের ক্যারিয়ারে ২১.৬৬ গড়ে ৫১ উইকেট শিকার করেছেন এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়কও ছিলেন এই পেসার। জোসেফের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার জোহান লেইন।
২২ বছর বয়সী লেইন এখন পর্যন্ত ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৬ উইকেট শিকার করেছেন ২২.২৮ গড়ে। পাশাপাশি ব্যাট হাতেও করেছেন ৪৯৫ রান। ওয়েস্ট ইন্ডিজ একাডেমির হয়ে ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। মাত্র ৬ ম্যাচেই শিকার করেন ২৭ উইকেট।
লেইনকে সাথে নিয়ে আলজারি জোসেফ, অ্যান্ডারসন ফিলিপ, জেইডেন সিলসের সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যারিবীয়দের স্কোয়াডে আছেন জাস্টিন গ্রিভস। স্পিনে খারি পিয়েরে, জোমেল ওয়ারিক্যানের সাথে আছেন অধিনায়ক রোস্টন চেইজও।
বেশ ব্যস্ত সূচির মধ্যেই আছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী অক্টোবর মাসের শুরুতেই ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ১৪ অক্টোবর সিরিজ শেষ করেই বাংলাদেশে সীমিত ওভারের সিরিজ খেলার কথা রয়েছে ক্যারিবীয়দের৷ এরপর নিউজিল্যান্ডে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে তাদের। পাশাপাশি বর্তমানেও তারা অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। যেখানে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড : রস্টন চেইজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান, কেভলন অ্যান্ডারসন, অ্যালিক অ্যাথানেজ, জন ক্যাম্পবেল, তেজনারাইন চন্দরপল, জাস্টিন গ্রেভস, শাই হোপ, তেভিন ইমলাচ, আলজারি জোসেফ, জোহান লেইন, ব্রেন্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়েরে, জেইডেন সিলস।