ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানের গোলে আল-ইত্তিহাদকে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান দখলে রেখেছে আল নাসর। এ নিয়ে মৌসুমে চার ম্যাচের সবকটিতে জয় তুলে নিলো জর্জ জেসুসের শিষ্যরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে বেনজেমাদের ২-০ গোলে হারিয়েছে আল-নাসর।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে এদিন বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল আল-নাসরের। ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যায় তারা। নবম মিনিটে পেনাল্টি এরিয়া থেকে দারুণ এক ভলি শটে দলকে লিড এনে দেন সাদিও মানে। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে তাকে আলতো ক্রস বাড়িয়ে দিয়েছিলেন কিংসলে কোম্যান।
১৩তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন রোনালদো। কিন্তু সতীর্থের ক্রস বক্সে পেয়ে হেড নিলেও সেটি লক্ষ্যে থাকেনি। এক মিনিট পর ব্রোজোভিচের পাস দখলে নিয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকেন পর্তুগিজ তারকা। এবারও তার নেয়া শট লক্ষ্যে ছিল না। ১৭তম মিনিটে ইত্তিহাদের আক্রমণ রুখে দেন আল নাসরের ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো।
একাধিক প্রচেষ্টার পর ৩৫তম মিনিটে গোল আদায় করে নিতে সক্ষম হন রোনালদো। বক্সের বাঁ প্রান্ত থেকে মানের ক্রস ছয় গজ দূরত্বে পেয়ে দ্রুত হেড নিয়ে জালে জড়ান তিনি। চলতি প্রো লিগ মৌসুমে এটি তার চতুর্থ গোল। যা তাকে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার বানিয়েছে। জাতীয় দল ও ক্লাব সতীর্থ জোয়াও ফেলিক্স ৫ গোল করে তার উপরে অবস্থান করছেন।
ফেলিক্সের অবশ্য সুযোগ ছিল সংখ্যাটা আরও বাড়িয়ে নেয়ার। কিন্তু প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে একাধিক সুবর্ণ সুযোগ পেয়েও হাতছাড়া করেন তিনি।
এদিকে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতি পর মাঠে নেমে ফের আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে আল-নাসর। তবে এবার আর গোলের দেখা পায়নি তারা। রোনালদো, কোম্যান ও ফেলিক্সরা বক্সে একাধিক সুযোগ পেলেও জালে জড়াতে ব্যর্থ হন। অপরদিকে বারবার অফসাইডের ফাঁদে পড়ে গোল আদায়ে ব্যর্থ হন বেনজেমারা। পুরো ম্যাচে তারা দুটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল। তবে পরাস্ত করতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তোকে।
তাতে জয় নিশ্চিত করে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে নেয় আল-নাসর। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে তারা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইত্তিহাদ।
পিএ/টিএ