ফাইনালের আগে ভারতীয় দলে জোড়া চোটের শঙ্কা

গ্রুপপর্ব ও সুপার ফোর মিলিয়ে ৬ ম্যাচে অপরাজেয় থেকেই এশিয়া কাপের ফাইনাল খেলতে যাচ্ছে ভারত। তারা টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যদিও এবারের ফরম্যাট ভিন্ন। তবে সংক্ষিপ্ত সংস্করণেও ভারত বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে টি-টোয়েন্টি এশিয়া কাপ খেলতে নামে। যথারীতি দাপট দেখিয়ে ফাইনাল নিশ্চিত করা সূর্যকুমার যাদবের দল জোড়া চোটের শঙ্কায় পড়েছে। 

গতকাল (শুক্রবার) সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ পর্যন্ত অভিষেক-স্যামসনরা সুপার ওভারে জিতেছে। আগে ব্যাট করতে নেমে ভারত অভিষেক শর্মার ৬১, তিলক ভার্মার ৪৯ ও সঞ্জু স্যামসনের ৩৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে তোলে ২০২ রান। লক্ষ্য তাড়ায় নেমে পাথুম নিশাঙ্কার ১০৭ ও কুশল পেরেরার ৫৮ রানের পর সমান ২০২ রান করে লঙ্কানরাও। এরপর তারা সুপার ওভারে মাত্র ২ রান করলে ভারত অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায়।



ভারতের জন্য ম্যাচটি নিয়মরক্ষার হলেও তারা কেবল জাসপ্রিত বুমরাহ ও শিভাম দুবেকে বিশ্রামে রেখে লঙ্কানদের বিপক্ষে একাদশ সাজায়। পরবর্তীতে খেলার মাঝেই চোট পেয়েছেন অভিষেক ও হার্দিক পান্ডিয়া। বা পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন হার্দিক, ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওভার করেই তিনি মাঠ ছাড়েন। ওই ওভারে ৭ রান দিয়ে কুশল মেন্ডিসের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই পেসার। পরবর্তীতে হার্দিকের চোট নিয়ে ভারতীয় বোলিং কোচ মর্নে মরকেল জানান, ‘হার্দিকের ক্র্যাম্পস (পায়ে টান লাগা) হয়েছে। আজ রাত ও কাল সকালে তার পরীক্ষা করা হবে। এরপর আমরা বিষয়টি পুরো বুঝতে পারব।’

এদিকে, ভারতের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করা অভিষেককে ম্যাচের দ্বিতীয় ইনিংসের মাঝামাঝিতে মাঠে ছাড়তে দেখা যায়। লঙ্কানদের ব্যাটিংয়ের সময় নবম ওভারেই অস্বস্তিতে পড়েন তিনি। ডান পায়ের ঊরুতে অসুবিধা হচ্ছিল তার। ফলে দশম ওভারেই অভিষেক মাঠ ছাড়েন। তিনি মাঠ ছাড়ার আগমুহূর্তেই বরুণ চক্রবর্তী বল করেন, ফলে পাথুম নিশাঙ্কা ওই ডেলিভারিতে ছক্কা হাঁকালেও ডেড বল ঘোষণা করেন আম্পায়ার। হার্দিকের মতো অভিষেকেরও ক্র্যাম্পস সারাতে বাকি সময় বরফের সাহায্যে প্রাথমিক পরিচর্যা করা হয় বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

চোট ও খেলোয়াড়দের রদবদলের ফলে মাঝে বদলি হিসেবে ফিল্ডিং করেছেন একাদশের বাইরে থাকা রিঙ্কু সিং, দুবে ও জিতেশ শর্মা। এদিকে, হার্দিক-অভিষেকের চোট গুরুতর কিছু নয় বলে আশা ভারতের। বোলিং কোচ মরকেল জানিয়েছেন, ‘এখন ছেলেদের জন্য উপযোগী বিষয় হচ্ছে বিশ্রাম। ইতোমধ্যে তাদের বরফের গোসল সম্পন্ন হয়েছে। ম্যাচ শেষেই অস্বস্তি থেকে কাটিয়ে ওঠার প্রক্রিয়া শুরু হবে। আর এই পুনর্বাসনের সেরা উপায় ঘুম এবং নিজের পা-কে যথাসম্ভব নড়াচড়া না করা। আশা করি তারা ভালো ঘুম ও বিশ্রাম পাবে।’



আগামী রোববার এশিয়া কাপের ফাইনালে ভারত লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে। এশিয়া কাপের ৪১ বছরে এই প্রথমবার তারা ফাইনালে মুখোমুখি হবে। এর আগে ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি নিয়ে মরকেল বলেন, ‘খেলোয়াড়দের সংগঠিত করার জন্য আলাদা পুল সেশন আছে। বড় ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে ম্যাসাজ নিতে পারবে তারা। এটি দ্রুত নিজেদের চাপমুক্ত করা ও স্মার্ট ক্রিকেট খেলার কৌশল। ম্যাচের আগে কোনো অনুশীলন থাকছে না।’

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

মিমি উদযাপন করলেন সহকারী বুল্টির জন্মদিন Nov 13, 2025
img
ইডেন টেস্টের আগে গম্ভীরের কঠোর সিদ্ধান্ত, অনুশীলনের মাঝেই বাদ এক ক্রিকেটার! Nov 13, 2025
img
এশিয়ান আর্চারির ফাইনালে বাংলাদেশের বন্যা ও হিমু Nov 13, 2025
img
বিশ্বকাপ জয় কেড়ে নিয়েছে দীপ্তির স্বাধীনতা! Nov 13, 2025
img
তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা ট্রেনে আগুন দিয়ে পালানোর সময় আটক ২ Nov 13, 2025
img
কক্সবাজারে মার্কেটে ভয়াবহ আগুন Nov 13, 2025
img
এইচ-১বি ভিসা ও বিদেশি শিক্ষার্থীদের পক্ষে সাফাই গেয়েছেন ডোনাল্ড ট্রাম্প Nov 13, 2025
img
পেট্রল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক Nov 13, 2025
img
কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ Nov 13, 2025
img
সাতক্ষীরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ Nov 13, 2025
img
৫ আগস্ট জন্ম না হলে জিয়া পরিবার মুক্ত হতো না: হাফিজ ইব্রাহিম Nov 13, 2025
img
সিরাজগঞ্জে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩ Nov 13, 2025
img
দেশ ও জাতীয় স্বার্থে জোটবদ্ধ নির্বাচনের পথও খোলা : আখতার Nov 13, 2025
img
নোয়াখালীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গ্রেপ্তার ৪২ Nov 13, 2025
img
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Nov 12, 2025
img
ময়নাতদন্তের প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত্যুকালে গর্ভবতী ছিলেন মডেল খুশবু Nov 12, 2025
img
গান গেয়ে সমালোচনার মুখে অভিনেত্রী পরীমণি Nov 12, 2025
img
তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন দিল দুর্বৃত্তরা Nov 12, 2025
img
জামায়াতে ইসলামি কোনদিনও এই দেশের মঙ্গল চায়নি: ইকবাল হাসান টুকু Nov 12, 2025
img
'এখানেই স্বর্গ আছে, যা উপভোগ করতে হবে' Nov 12, 2025