দুর্দান্ত ফর্মে আছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। প্রথমবার এশিয়া কাপে খেলতে নেমে টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতায় ইতোমধ্যেই তিনি সর্বোচ্চ রান করেছেন। টানা তিন ম্যাচেই ঝোড়ো ফিফটি করা বাঁ-হাতি এই ব্যাটার ফাইনালেও দুশ্চিন্তার কারণ হতে পারেন পাকিস্তানের। তাই তো দ্রুতই তাকে আউট করার পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি শোয়েব আখতার। তবে ভুলবশত তিনি নামটি ‘অভিষেক বচ্চন’ উচ্চারণ করেন!
পিটিভি স্পোর্টসের ‘গেম অন হ্যায়’ টকশোতে শোয়েব আখতার তার উত্তরসূরীদের পরামর্শ দিতে গিয়ে বলছিলেন, ‘যদি অভিষেক বচ্চন দ্রুত আউট হয়ে যান, তখন মিডল অর্ডারে কী ঘটবে? তাদের (ভারত) মিডল অর্ডার সেভাবে পারফর্ম করতে পারছে না।’ ভারতীয় ওপেনারের জায়গায় ভুলে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের কথা বলে ফেলেছেন শোয়েব। যদিও তৎক্ষণাৎ তার ভুল শুধরে দেন অনুষ্ঠানের সঞ্চালক জয়নব আব্বাস। তখন সমস্বরে মিসবাহ-উল-হকসহ অন্য আলোচকরা হেসে ওঠেন।
শোয়েবের মুখ ফসকানো ভুল এবং আলোচনার ভিডিও দ্রুতই ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের ছেলে অভিষেকেরও নজর এড়ায়নি। পরে এক টুইট বার্তায় তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন। অভিষেক বচ্চন খোঁচা দিয়ে লিখেছেন, ‘জনাব, সম্মানের সঙ্গে বলছি…চিন্তাও করবেন না যে তারা সেটি (অভিষেককে দ্রুত আউট করা) করতে পারবে! এবং আমিও ক্রিকেট অতটা ভালো খেলি না।’
এশিয়া কাপ শুরুর আগে থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটের র্যাঙ্কিংয়ে নম্বর ওয়ান ব্যাটার অভিষেক শর্মা। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে তিনি টি-টোয়েন্টি এশিয়া কাপে সর্বোচ্চ রানসংগ্রাহক বনে গেছেন। ৫১.৫০ গড় এবং ২০৪.৬৩ স্ট্রাইকরেটে ৩০৯ রান করেছেন অভিষেক। এর মধ্য দিয়ে তিনি ভেঙেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের করা টি-টোয়েন্টি এশিয়া কাপে সর্বোচ্চ রানের রেকর্ড। রিজওয়ান ২০২২ আসরে ৬ ম্যাচে ২৮১ রান করেছিলেন। একই আসরে বিরাট কোহলি ২৭৬ এবং আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ১৯৬ রান করেন।
আগামী রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে ৬ ম্যাচেই টানা অপরাজেয় থেকে ফাইনালে নামবে সূর্যকুমার যাদবের দল। বিপরীতে পাকিস্তান ভারতের বিপক্ষে হেরে সুপার ফোর শুরু করলেও, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। যদিও তারা চলতি আসরে দুইবার ভারতের বিপক্ষে নেমে জয়ের স্বাদ পায়নি।
এসএস/টিএ