দেশের মানুষ স্বৈরাচারী আর পিআর পদ্ধতি দেখতে চায় না। স্বৈরাচার যেভাবে মানুষকে নির্যাতন করেছে ঠিক তেমনিভাবে পিআর পদ্ধতিও মানুষের আশা-আকাঙক্ষার প্রতিফলন ঘটাতে বাধা সৃষ্টি করবে। শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খান এসব কথা বলেন।
পিরোজপুরের জিয়ানগরে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ঘোষেরহাট বাজার, ইন্দুরকানী বাজার ও কালিবাড়ি বাজারে ৩১ দফা ঘোষিত লিফলেট বিতরণ ও পথসভায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষকে এমন পরিমাণে নির্যাতন নিপীড়ন করেছে যে তারা ভয়ে টু শব্দ পর্যন্ত করার সাহস পাচ্ছিল না। বাংলাদেশের মানুষ ছিল তার ক্ষমতার কাছে বন্দি। ৫ আগস্ট সৃষ্টি না হলে হয়তো আপনাদের মাঝে এভাবে দাঁড়িয়ে আমিও কথা বলতে পারতাম না।
তিনি বলেন, দেশে পিআরে কোনো নির্বাচন হবে না, এদেশের মানুষ পিআরে নির্বাচন চায় না।
বাংলাদেশের মানুষ মনে করে পিআর পদ্ধতি মানেই ধোঁকা। তিনি উপস্থিত সবার কাছে প্রশ্ন রেখে বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, আসলে জান্নাতের টিকিট কি বিক্রি করা সম্ভব? অতএব, তাদের মিথ্যা ধোঁকা থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে।
মনে রাখতে হবে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে না পারলে একটি কুচক্রী মহল বাংলাদেশকে ধ্বংস করে দেবে। তাই সাধারণ মানুষের মাঝে ৩১ দফা পৌঁছে দিতে হবে।
জাতীয় সংসদ নির্বাচন আসন্ন তাই দল যাকে মনোনয়ন দেবেন আমরা তার হয়ে কাজ করে এই আসন তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপি নেতা এমদাদুল হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক, সোহেল শিকদার, রাজিব হাওলাদার, সাব্বির হোসেন বাবু, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম,আরিফুল ইসলাম, নাসির শেখ, শবিন সিকদার, সিরাজুল ইসলাম প্রমুখ।
কেএন/টিকে