‘আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকে ভয় দেখায়— যদি আমরা ক্ষমতায় আসি, পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি বলি, আমি দোয়া করি তারা ঢুকুক। ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে, যা ১৯৭১ সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাব। কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত নেতার এই বক্তব্য বিগত সাড়ে পনের বছরের লড়াই-সংগ্রামের প্রতি নিমর্ম পরিহাস বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
গতকাল শনিবার দিনগত রাতে তীব্র সমালোচনা করে ছাত্রদল নেতার দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
‘‘খুনি হাসিনার ভয়ে যারা বিগত সাড়ে পনের বছর সারাদেশে আওয়ামী লীগের পতাকাতলে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের পতাকাতলে শুধু আশ্রয়ই নেয়নি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করেছিল,যে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসির পরও আওয়ামী লীগের সাথেই আঁতাত করে কর্মসূচি পালন করত, যে ছাত্র সংগঠনের অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দ খুনি হাসিনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেয়ার প্রমাণ পর্যন্ত নেই, যে ছাত্র সংগঠনের অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দের নামে বিগত সাড়ে পনের বছর বাংলাদেশের কোন থানায় একটা জিডি পর্যন্ত নেই, তাদের ফাদার সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আজ জাতির সাথে এ ধরনের নির্মম রসিকতা ও মশকরা করে। এটিই বিগত সাড়ে পনের বছরের আমাদের লড়াই সংগ্রামের প্রতি নিমর্ম পরিহাস।’’
ইএ/টিকে