একজন নেতাকে ছুঁয়ে দেখার ইচ্ছায় হারিয়ে গেল ৪০টি তাজা প্রাণ! আহত ১০০ জন

ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভয়াবহ দুর্ঘটনায় ৪০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০০ জন। ভারতীয় সংবাদ মাধ্যম তাদের সর্বশেষ সংবাদে এ তথ্য জানিয়েছে। অভিনেতা থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া বিজয়কে একটু ছুঁয়ে দেখার জন্য হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়, সদ্য রাজনীতিতে পা দেওয়া বিজয় ভোটমুখী তামিলভূমে জোর প্রচারে নেমেছেন। শনিবার কারুরে একটি শোভাযাত্রা ও জনসভার আয়োজন করা হয়। সেই জনসভার মূল বক্তা ছিলেন বিজয়। জানা গেছে, ওই সভায় ডিএমকের সাবেক মন্ত্রী সেন্থিল বালাজিকে নিয়ে একাধিক বাক্যবাণ ছুড়ছিলেন তিনি। আচমকাই সেই সময় উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মাঝপথেই বক্তৃতা থামিয়ে দেন বিজয়। বিভিন্ন প্রত্যক্ষদর্শীর মতে, অভিনেতাকে ছুঁয়ে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত জনতার মধ্যে। বিপর্যয়টা শুরু হয় তখনই।

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, জনসভায় অনেক বেশি ভিড় হয়েছিল। উদ্যোক্তারা আশা করেননি এত লোকের জমায়েত হবে। বিজয় বক্তৃতা দিতে উঠতেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। তার ফলেই জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন। কয়েকটি শিশু জ্ঞান হারায়। দ্রুত অসুস্থদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়।

জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।



এদিকে, জনসভায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়। এ অভিনেতা বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সান্ত্বনার যতই কথা বলা হোক না কেন, আপনজন হারানোর বেদনা অসহনীয়। তবুও, পরিবারের একজন সদস্য হিসেবে আমি প্রতিটি পরিবারকে, যারা আপনজন হারিয়েছেন তাদের ২০ লাখ টাকা এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রত্যেককে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছি। এই অর্থের পরিমাণ অবশ্যই এমন ক্ষতির তুলনায় নগণ্য। তবে এই মুহূর্তে পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের পাশে থেকে আন্তরিক সমর্থন জানানোই আমার কর্তব্য।

এর আগে, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঢাকা শহরে প্রথমবারের মতো সরকারি গ্রিন বিল্ডিং নির্মিত হতে যাচ্ছে : রিজওয়ানা হাসান Sep 28, 2025
img
বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন করলো চীন Sep 28, 2025
img
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ Sep 28, 2025
img

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে বৈঠক

জুলাই সনদের আইনি ভিত্তির আলোকে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত Sep 28, 2025
'মাটির পিঞ্জিরা' গান গেয়ে স্টেজ মাতালেন শিল্পী Sep 28, 2025
ব্রিটিশ শাসন থেকে জুলাই আন্দোলন, বাংলাদেশের চিত্র তুলে ধরলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা Sep 28, 2025
‘ব্যালট পেপার ছাপানোর স্থান সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করে না’ Sep 28, 2025
'বাইরে পড়াশোনা করতে গিয়ে আমার স্কলারশিপ শেষ হয়ে গিয়েছিল' Sep 28, 2025
প্রবাসীদের উদ্দেশ্যে যা বললেন ড. আসিফ নজরুল Sep 28, 2025
img
২৭ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৮ হাজার কোটি টাকা Sep 28, 2025
img
ঢাকায় ৮৯ পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার Sep 28, 2025
img
জাতিসংঘে পাকিস্তানের নিন্দা করল ভারত Sep 28, 2025
img
২ দাবিতে ইউজিসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিল জবি ছাত্রদল Sep 28, 2025
img
সিইসির সাথে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক সোমবার Sep 28, 2025
img
ফাইনালে সাঞ্জু স্যামসনের সামনে রেকর্ডের হাতছানি Sep 28, 2025
img
ইলিশের আকার অনুযায়ী মূল্য নির্ধারণের সুপারিশ Sep 28, 2025
img
আমি জানি না গদি কতক্ষণ থাকবে, কাল নামতে হবে কিনা: তথ্য উপদেষ্টা Sep 28, 2025
img
আনুষ্ঠানিকভাবে ঘোষণা ২০২৬ সালের হজ প্যাকেজ Sep 28, 2025
img
টাঙ্গাইলে মূল পাইপে ফাটল, সাড়ে ১২ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন Sep 28, 2025
img
ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করছে জাতিসংঘ Sep 28, 2025