বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবেদিন ফারুক বলছেন, ‘দেশে ৫৫ বছরে পিআর পদ্ধতিতে নির্বাচনের ইতিহাস নেই। কারণ দেশের সাধারণ মানুষ পিআর বোঝে না, তারা বোঝে সরাসরি মার্কায় ভোট দেওয়া।’
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির আয়োজনে ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষ মার্কায় হোক’ শীর্ষক এক গণসংযোগে এসব কথা বলেন তিনি।
জামায়াত ইসলামীর উদ্দেশে জয়নাল আবেদীন বলেন, ‘বিগত ১৫ বছর বিএনপির সঙ্গে আপনারা শরীক দল ছিলেন।
নির্বাচনকে সামনে রেখে কেন পিআর নামে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে দেশে বিশ-শৃঙ্খলা তেরি করতে চান?’
এ সময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব এজিএস শহিদুল্লাহ, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল্লাহ বিএসসিসহ প্রমুখ।
এমআর/এসএন