শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড ৫ আগস্ট সন্ধ্যায় মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালকে এ তথ্য জানান তিনি।
এদিকে শেখ হাসিনার ৪ ফোনের মুছে ফেলা সব কল রেকর্ড উদ্ধার করা জরুরি বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ।
সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিশ্লেষণে একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, এনটিএমসির সার্ভার থেকে এসব কল রেকর্ড মুছে ফেলার নির্দেশ দেন প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।
মোস্তফা ফিরোজ বলেন, এনটিএমসির কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনকল মনিটর করা হতো এবং গোয়েন্দা নজরদারি চালানো হতো। সে কারণে জিয়াউল আহসানকেই মূল ক্রিমিনাল বলা হয়। তিনি শেখ হাসিনার অন্যতম সহযোগী।
তিনি বলেন, আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) শেখ হাসিনার চারটি ফোনের ১০০০ কল রেকর্ড মুছে ফেলার তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।
তিনি জানিয়েছেন, এসব কল রেকর্ড উদ্ধারের চেষ্টা চলছে। তবে এসব কল রেকর্ডের কতগুলো উদ্ধার হবে জানি না। তবে শেখ হাসিনার সব কল রেকর্ড উদ্ধার হলে তিনি কখন কাকে কী নির্দেশ দিয়েছিলেন, তা জানা যেত।
তিনি আরো বলেন, ইতিমধ্যে কিছু রেকর্ড প্রকাশ হয়েছে।
সেখানে তিনি গুলির নির্দেশ দিয়েছেন বলে শোনা যাচ্ছে। ইনু ও তাপসের সঙ্গে ফোনালাপে তাকে ধ্বংসাত্মক নির্দেশনা দিতে শোনা গেছে। এমনকি হেলিকপ্টার থেকে বোম্বিং করারও তিনি নির্দেশ দিয়েছেন। সব রকমের লঙ্কাকাণ্ডের নির্দেশ তিনি দিয়েছেন।
মোস্তফা ফিরোজ বলেন, ‘শেখ হাসিনার পক্ষেই এগুলো সম্ভব।
কারণ এভাবেই তিনি ১৫ বছর নিষ্ঠুরতা দেখিয়েছেন। যুদ্ধাপরাধের বিচারের নামে জামায়াতের নেতাদের একে একে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন, মানে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যেসব গুম-খুন হয়েছে সেগুলো শেখ হাসিনা ও তারেক সিদ্দিক জানতেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন সংস্থাকে এসব কাজের নির্দেশ দিয়েছেন।’
তিনি বলেন, জিয়াউল আহসান যেসব কল রেকর্ড মুছে ফেলেছেন সেগুলো উদ্ধার করা খুব জরুরি। কারণ তিনি জানতেন এসব কল রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ দেবে। সে কারণে শেখ হাসিনা পালানোর কয়েক ঘণ্টার মধ্যে তিনি এসব মুছে ফেলেন। প্রযুক্তির সহায়তায় সেগুলো উদ্ধার করা গেলে আরো তথ্য জানা যাবে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে প্রকাশিত কল রেকর্ডগুলো থেকে এটা প্রমাণিত যে জুলাই-আগস্টে যত ম্যাকাসার তার সব নির্দেশ শেখ হাসিনাই দিয়েছেন। এসব কল রেকর্ডই যথেষ্ট শেখ হাসিনার বিচারের জন্য।
এমকে/এসএন