ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের মধ্যে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। হামিমের বক্তব্যের প্রশংসাও করেন তিনি।
সোমবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময়) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য।
ফেসবুক পোস্টে পিনাকী বলেন, ‘ছাত্রদলের তানভীর বারী হামিম ছেলেটার পটেনশিয়াল আছে আগামীর ডাকসুর ভিপি হওয়ার।
তার প্রত্যেকটা বক্তব্য পলিটিক্যালি ভেরি কারেক্ট। সে বাংলাদেশকে রিড করতে পারে খুব ভালো। এক্সট্রিমলি শার্প ছেলে।’
ফেসবুক পোস্টের শেষে তানভীর বারী হামিমের জন্য আগাম শুভকামনা জানিয়েছেন পিনাকী ভট্টাচার্য।
তানভীর বারী হামিম গত ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ভোটে জয় লাভ না করলেও দ্বিতীয় অবস্থানে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তিনি।
কেএন/টিএ