বাছাইয়ের ব্যস্ততা শেষ। এখন বিশ্বকাপের মূল পর্বের জন্য প্রস্তুত হওয়ার পালা। সেই লক্ষ্যে সামনের দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দলে ফিরেছেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।
এই মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফরে করবে ব্রাজিল। আগামী ১০ অক্টোবর তারা খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এর তিন দিন পর জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচ দুটির জন্য বুধবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। লিভারপুলের সবশেষ ম্যাচে চোট পাওয়া প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন নেই দলে। চোটের জন্য নেই বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়াও।
রেয়াল মাদ্রিদ অধ্যায় চুকিয়ে গত মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন আনচেলত্তি। তার কোচিংয়ে প্রথম ম্যাচে একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পরের দুটি ম্যাচে জয় পায় সেলেসাওরা। তবে সবশেষ ম্যাচে গত মাসে বলিভিয়ার মাঠে হেরে বসে দলটি।
এবারের বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম হয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দক্ষিণ কোরিয়া ও জাপান ম্যাচের ব্রাজিল দল:
গোলরক্ষক: বেনেডিক্ট, এদেরসন, উগো সোসা
ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগো জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র
এমআর/টিকে