ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যার বয়স ৪৪ পেরোলেও যেন আবেদন আর লাবণ্য বিন্দুমাত্র কমেনি। বরাবরই তিনি নিজের শর্তে বাঁচেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। সম্প্রতি তিনি এক আবেগঘন পোস্ট করেছেন, যা মুহূর্তে নজর কেড়েছে তার ভক্ত-অনুরাগীদের।
নিজের পোষ্যদের প্রতি স্বস্তিকার অফুরান ভালোবাসা ফের উঠে এলো তার লেখায়। অভিনেত্রী জানিয়েছেন, মাঝ রাতে তার পোষ্য 'কালুর' আদরের কোনো শেষ নেই। কালুর সঙ্গে নিজের 'এক হাজার কথা'র কথাও তুলে ধরেন তিনি।
কালুর আদরের কথা উল্লেখ করে এ অভিনেত্রী লিখেছেন, ‘মাঝরাতে কালুর আদরের শেষ নেই। এক হাজার কথা ওর আমার সঙ্গে আর আমার ওর সঙ্গে। আবার পায়ে লেগেছে। কাল ব্যবস্থা হবে।’
পোষ্যদের নিয়ে তার ভবিষ্যতের ইচ্ছাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। স্বস্তিকার কথায়, ‘খালি ভাবি কোনদিন যদি ঈশ্বরের আশীর্বাদে একটা একটা বড় বাড়ি করতে পারি, সব কটা কে নিয়ে সংসার করব।’
অভিনেত্রীর ভাষ্যে, ‘কত কত ভালোবাসা দেওয়ার আছে ওদের। খালি একটু শুনতে হবে ব্যাস। পূজা আসছে আসছে এটাই ভালো। এলেই কেমন শেষ হয়ে যায়। আজ মন কেমনের রাতে এই কালু ভুলুরাই আছে সঙ্গ দেওয়ার। যারা ওদের ভালবাসে তাদের জানাই অফুরান ভালোবাসা।’
টিজে/এসএন