চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ পাওয়াটা ছিল বেশ উত্তেজনাপূর্ণ। পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে নিগার সুলতানার দল প্রায় বাদই পড়ে যাচ্ছিল। তবে পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ রান রেটের হিসাব মেলাতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার (০২ অক্টোবর) মাঠে নামবে টাইগ্রেসরা।
বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশ ওই একটি ম্যাচই জিতেছিল। নেট রান রেটের হিসেবে এক ম্যাচ জিতে পাকিস্তানকে টপকে সপ্তমে থেকে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশের।
পাকিস্তানের বিপক্ষে এক বিন্দুও ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ। জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগ্রেসরা, সাফ জানিয়ে দিলেন নিগার সুলতানা। তিনি বলেন, ‘মাঠে যখন নামি ফাতিমা সানাকে (পাক অধিনায়ক) আমি চিনি না। কারণ, সে তো আমাকে আউট করার চেষ্টা করবে। যখনই আমি তার বিপক্ষে মাঠে নামি তাকে আমি বন্ধু হিসেবে দেখি না, দেখি প্রতিপক্ষ হিসেবে।’
র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে মুখোমুখি লড়াইয়ে আবার ৮-৭ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচটিই এগিয়ে দিয়েছে ফাতিমা সানাদের। তবে এবার নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই বিশ্বকাপ পর্ব শুরু করতে চায় বাংলার মেয়েরা।
এসএস/এসএন