বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রভাব পড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর থেকে খুলনার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রভাব পড়তে শুরু করেছে।
লনার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের বেশির ভাগ সময়ই আকাশ মেঘে ঢাকা থাকতে পারে এবং ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং খুলনা অঞ্চলের নদী বন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
বিসর্জনে সতর্কতা
বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে খুলনার জেলখানা ঘাটসহ বিভিন্ন নদী এলাকায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। এ সময়ে বাড়তি সতর্কতার জন্য নির্দেশনা দিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন, ‘উপকূলীয় ও নদী সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিসর্জনের সময় নৌকায় সক্ষমতার অতিরিক্ত লোক উঠতে দেয়া হবে না। যারা সাঁতার জানেন না, তাদের নৌকায় না ওঠার পরামর্শ দেয়া হয়েছে।’
খুলনা নৌবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাসুদ বলেন, ‘খুলনা অঞ্চলের নদী বন্দরগুলোতে ১ নম্বর সংকেত দেখানো হয়েছে। নদীপথে চলাচলকারীদের সতর্ক থাকতে এবং নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। বিসর্জনের সময়ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।’
এমকে/এসএন