স্পেন জাতীয় দল ও বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল মাঠ ও বাইরে এখন সমান আলোচিত। মাঝে ইনজুরি কাটিয়ে তিনি আবারও বার্সেলোনার স্কোয়াডে ফিরেছেন। এরই মাঝে আলোচনায় ইয়ামালের মা শেইলা ইবানা। লন্ডনে তিনি একটি বিলাসবহুল নৈশভোজের (ডিনার) আয়োজন করতে যাচ্ছেন। যার জন্য গুনতে হবে সোয়া এক লাখ টাকার মতো।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দ্য মার্কা’ বলছে, বার্সেলোনা তারকার মা ৭ নভেম্বর লন্ডন পোর্টম্যান স্কয়ারের নবু হোটেলে বিলাসবহুল নৈশভোজের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটির আয়োজক জেইএনসি ইভেন্টস। লামিনে ইয়ামালের মা শেইলা ইবানার ভিডিও যুক্ত করে তারা জানিয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দ্রুত ফুরিয়ে যাওয়ার পথে! আজই আপনার টিকিট সংগ্রহ করে এই রোমাঞ্চকর অভিজ্ঞতার অংশ হন।’
এই নৈশভোজের অনুষ্ঠানে সবমিলিয়ে ৪০০ মানুষ অংশ নিতে পারবেন, ১৮ বছরের কম বয়সীদের প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। যদিও সেদিন (৭ নভেম্বর) ম্যাচ রয়েছে বার্সেলোনার। ফলে মায়ের এই আয়োজনে থাকছেন না লামিনে ইয়ামাল। স্প্যানিশ ফরোয়ার্ড নিজেও মাত্র মাস দুয়েক আগে ১৮ বছর বয়স পূর্ণ করেছেন।
বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য
স্ট্যান্ডার্ড : ১৫০ ইউরো বা প্রায় সাড়ে ২১ হাজার টাকা (ককটেল ভোজ ও তিন কোর্সের মেন্যু)
ইন্টারমেডিয়েট : ৪০০ ইউরো বা প্রায় ৫৭ হাজার টাকা (সীমাহীন শ্যাম্পেন বার এবং ভালো মানের আসন ব্যবস্থা)
ভিআইপি প্যাকেজ : ৮০০ ইউরো বা ১ লাখ ১৫ হাজার টাকা (পছন্দসই টেবিল, মুক্ত বার এবং শেইলা ইবানার সঙ্গে ছবি তোলার সুযোগ)
কেএন/টিএ