দুই সেশনেই গুটিয়ে গেল উইন্ডিজ, ব্যাটিংয়েও ভারতের আধিপত্য

সিরিজের প্রথম টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে দুই সেশনও টিকলো না ওয়েস্ট ইন্ডিজ। লোকেশ রাহুলের অপরাজিত ফিফটিতে প্রথম দিনই বড় লিডের ইঙ্গিত দিয়ে রাখলো ভারত।

আহমেদাবাদ টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজেদের প্রথম ইনিংমে মাত্র ১৬২ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেছেন জাস্টিন গ্রিভস। সফরকারীদের মাত্র দেড় সেশনে গুটিয়ে নেওয়ার নায়ক জাসপ্রিত বুমরাহ ৪ আর মোহাম্মদ সিরাজ ৩টি উইকেট নিয়েছেন। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটের বিনিময়ে ১২১ রানে দিন শেষ করেছে ভারত। ৫৩ রানে অপরাজিত রয়েছেন রাহুল।

আহমেদাবাদের লাল মাটির পিচ এবং মেঘলা আকাশের নিচে পেসারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি ছিল। তবু টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয়দের অধিনায়ক রস্টন চেজ। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা বোঝা গেল ম্যাচ শুরু হতেই। আগের দিনই সংবাদ সম্মেলনে বাড়তি একজন পেসার খেলানোর কথা বলেছিলেন শুভমান গিল। সে পরিকল্পনায় একাদশে জায়গা হয়নি অক্ষর প্যাটেলের। অনিশ্চিত থাকা বুমরাহকে নিয়ে মাঠে নামে ভারত।

ব্যাট করতে নেমে সফরকারীরা প্রথম উইকেট হারায় চতুর্থ ওভারেই। সিরাজকে খোঁচা দিয়ে শূন্য রানে ফেরেন ত্যাগনারায়ণ চন্দরপল। শুরুর জুটি ভাঙে মাত্র ১২ রানে। এরপর পুরো ইনিংসেই ভালো কোনো জুটি গড়তে পারেনি ক্যারিবীয়রা। শাই হোপ-রস্টন চেজ এবং জাস্টিন গ্রিভস-খারি পিয়েরের জুটি কিছুটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল। বাকিরা কিছুই করতে পারেননি। ৪৮ বল মোকাবিলা করে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে বুমরাহর বলে বোল্ড হন গ্রিভস।

এছাড়া হোপ ২৬ আর চেজ ২৪ রান করেন। ভারতের হয়ে শুরু থেকে ক্যারিবীয়দের ওপর চড়াও হওয়া সিরাজ প্রথম পাঁচ ব্যাটারের চারজনকেই শিকার করেন। ১৪ ওভার ৩ মেডেন দিয়ে তার খরচ ৪০ রান। সমান ওভার ও মেডেন দিয়ে ৪২ রান খরচায় ৩ উইকেট নেন বুমরাহ। এছাড়া কুলদীপ যাদব ২ আর ১ উইকেট নেন ওয়াসিংটন ‍সুন্দর।

জবাব দিতে নেমে ভারতের দুই ওপেনার রাহুল ও যশস্বী জয়সওয়াল ধীরগতিতে শুরু করেছিলেন। মাঝে বৃষ্টি নেমে খেলা ১৫ মিনিট বন্ধ ছিল। তারপরে দুই ওপেনারের খেলাও পাল্টে যায়। আগের চেয়ে একটু আগ্রাসী ভঙ্গিতে খেলা শুরু করেন তারা। রাহুল নজর দেন বাউন্ডারির দিকে। যশস্বীও চাপে ফেলার চেষ্টা করছিলেন। তবে আগ্রাসী খেলতে গিয়ে সাজঘরের পথ ধরতে হয় জয়সওয়ালকে। অফস্টাম্পের বাইরের বলে তাড়া করতে গিয়ে ক্যাচ দেন উইকেটকিপারের হাতে। ৫৪ বলে ৭ চারের মারে ৩৬ রানে থামে তার ইনিংস।

এরপর ক্রিজে নেমে হতাশ করেন সাই সুদর্শনও। ১৯ বলে ৭ রান করে চেজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। শেষদিকে আর কোনো বিপদ ঘটতে দেননি রাহুল ও অধিনায়ক গিল। ১১৪ বলে ৩ চারের মারে ৫৩ রানে অপরাজিত রয়েছেন রাহুল। ৪২ বলে ১ চারের মারে ১৮ রানে অপরাজিত থেকে রাহুলের সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন গিল।

আহমেদাবাদের পর দিল্লিতে আরও একটি টেস্ট খেলবে দুদল।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মানুষ তরুণ নেতৃত্ব হিসেবে আমাদের প্রতি যথেষ্ট আগ্রহ পোষণ করছেন: রাশেদ খাঁন Oct 02, 2025
img
এনসিপিকে শাপলা প্রতীক দিলে আপত্তি নেই মান্নার, সারজিসের কৃতজ্ঞতা জ্ঞাপন Oct 02, 2025
img
ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই : জামায়াত আমির Oct 02, 2025
img
‘হোমবাউন্ড’-এ জাহ্নবীর অভিনয়ে মুগ্ধ কিংবদন্তি নির্মাতা মার্টিন স্করসেসি Oct 02, 2025
img
‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে ফের বিক্ষোভ, নগরে ব্লকেড Oct 02, 2025
img

সুমুদ ফ্লোটিলা

শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না, সাহসী বার্তা পাঠালেন রিমা হাসান Oct 02, 2025
img
রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’ Oct 02, 2025
img
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Oct 02, 2025
img
প্রবাসীদের ভোটের জন্য নভেম্বরে চালু হচ্ছে বিশেষ অ্যাপ : ইসি সানাউল্লাহ Oct 02, 2025
img
নেতানিয়াহু’র দেশের কূটনীতিকদের বহিষ্কার করল কলম্বিয়া Oct 02, 2025
img
ত্রাণবহর ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না: ইতালির প্রধানমন্ত্রী Oct 02, 2025
দুর্গাপূজার মাঝেই সোনম কাপুরের আনন্দের মুহূর্ত! Oct 02, 2025
রাজনৈতিক সমীকরণে চাপে পড়ে সরে দাঁড়ালেন তামিম Oct 02, 2025
img
অভিনয় জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন সামান্থা! Oct 02, 2025
img
পর্তুগালে প্রথমবার প্রতিমা স্থাপন করে দুর্গাপূজা উদযাপন Oct 02, 2025
আফগানিস্তান সিরিজে জয় পেলে আত্মবিশ্বাস ফিরবে বাংলাদেশে Oct 02, 2025
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এনসিপির ব্রিফিং বয়কট Oct 02, 2025
img
গাজামুখী ফ্লোটিলার কোনো নৌযান অবরোধ ভাঙতে পারেনি, দাবি ইসরায়েলের Oct 02, 2025
রাস্তার গর্তে থমকে যাচ্ছে ঢাকা শহর; সাধারণ মানুষ কি বলছেন? Oct 02, 2025
প্রতিমা বিসর্জন পরিস্থিতি দেখতে এসে যা বললেন ডিএমপি কমিশনার Oct 02, 2025