আইসিসির নিষেধাজ্ঞা নিয়ে যা বলেছেন সাকিব

জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা আইসিসিকে না জানানোয় দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। যার মানে, ২০২০ সালের ২৯ অক্টোবরের আগে আর ক্রিকেট মাঠে ফিরতে পারছেন না সাকিব।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

শাস্তির ওই সিদ্ধান্তের পর বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করে সবার সমর্থন চান সাকিব।

সাকিব আল হাসান গণমাধ্যমকে বলেন, 'যে খেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই খেলা থেকে আমি নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। তবে অনৈতিক প্রস্তাবের ব্যাপারটি আইসিসির আকসুকে না জানানোয় যে শাস্তি দেয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি। ক্রিকেটকে দুর্নীতি মু্ক্ত করতে আইসিসির আকসু সবচেয়ে বেশি ভরসা করে ক্রিকেটারদের সহযোগিততার ওপর।

তিনি আরও বলেন, 'এক্ষেত্রে আমি দায়িত্ব পুরোপুরিভাবে পালন করতে পারিনি । শতকোটি ভক্ত ও অন্যান্য খেলোয়ারদের মতো আমিও চাই ক্রিকেট থাকুক দুর্নীতিমুক্ত তা ছাড়া আগামী তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা যেন আমার মতো ভুল না করে সে জন্য আমি আইসিসির দুর্নীতি বিষয়ক শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাব।'

 

টাইমস/এএইচ/এসআই 

Share this news on: