অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে অনিশ্চয়তার জন্য রাজনৈতিক দলগুলোও দায়ী : মোস্তফা ফিরোজ

সিনিয়র সাংবাদিক মোস্তফা ‍ফিরোজ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশে থাকা অনেকেই একসময় বলতেন, ‘আপা, আপনি আজীবন থাকেন।’ হয়তো এসব কথা শুনে শেখ হাসিনা খুশিও হতেন। ক্ষমতায় থাকা নেতারা এমন প্রশংসা শুনতে পছন্দ করেন এবং তা গুরুত্ব দিয়েও থাকেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশো প্রোগ্রামে তিনি এসব প্রসঙ্গে কথা বলেন। মোস্তফা ‍ফিরোজ বলেন, মেহেদী হাসানের করা একটি প্রশ্নের উত্তরে ড. ইউনূস যে কথাগুলো বলেছেন, তা আসলে আরেকটি প্রশ্নেরও উত্তর। প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলে মনে হয়, অন্তবর্তীকালীন সরকার কতদিন থাকবে, সেটি নিয়ে তখনকার মতো স্পষ্ট কোনো ধারণা কারোরই ছিল না। শেখ হাসিনা নিজেও বারবার বলতেন, ‘বিকল্প কে?’ অর্থাৎ তার নেতৃত্বের বিকল্প নেই, এমন একটি ধারণা তার দল ও অনেক সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছিল। বিরোধী দলের একাংশও হয়তো মনে করতেন, শেখ হাসিনাকে আর সরানো সম্ভব নয়।

মোস্তফা ‍ফিরোজ বলেন, অনেকেই প্রশ্ন তুলেছেন নেপালে ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটির ঘোষণা হয়ে গেল, বাংলাদেশে কেন ১৮ মাস লাগছে? ড. ইউনূসের উত্তর ছিল, ‘আমাদের তো কেউ মেয়াদ ঠিক করে দেয়নি। আমরা যখন দায়িত্ব নিই, তখন সামনে ছিল সংস্কার, বিচার ও সুশাসনের প্রশ্ন।’ দেরিতে নির্বাচনের এই পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোও দায় এড়াতে পারে না। শুরুতে তারা কখনও বলেনি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিচ্ছি, তবে তিন বা ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।

তখন অনেকেই মনে করছিলেন, সংস্কার হোক, অন্তত হাসিনার হাত থেকে বাঁচলাম, এটাই ছিল বড় স্বস্তির জায়গা। কিন্তু যখন দেখা গেল, এই সরকার একটি রেগুলার সরকারের মতো কাজ করছে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্বস্তি দেখা দেয়। তারা ভাবতে শুরু করে, এই সরকার তো বুঝি অনেকদিন থেকে যাবে। সেই সময় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিয়ে ভাগাভাগি, কামড়াকামড়ির রাজনীতি শুরু হয় আর বিরোধী দলগুলো একটা ফাঁদে পড়ে যায়।

তিনি আরো বলেন, এই সরকার ছিল মূলত টেকনোক্র্যাট ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত। তাদের সরাসরি জনগণের সঙ্গে তৃণমূল পর্যায়ের কোনো রাজনৈতিক সংযোগ ছিল না। তাদের পেছনে এমন কোনো শক্তি ছিল না, যা তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারত। ড. ইউনূস সরকার নিজেও সম্ভবত বুঝতে পারেননি, এই ধরনের একটি সরকার দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যাবে না, উচিতও না। সরকার গঠনের পর আবেগে অনেক কিছু হয়েছে, কিন্তু বাস্তব পরিকল্পনা ছিল না। অথচ সময়মতো রাজনৈতিক দলগুলোরই উচিত ছিল স্পষ্টভাবে বলে দেওয়া যে আপনারা ছয় মাসের মধ্যে নির্বাচন দেন।

তিনি বলেন, দুঃখজনকভাবে তখন রাজনীতির পরিণত শক্তিগুলোও চুপ ছিল। তারা যেন হাফ ছেড়ে বলেছিল, ‘শেখ হাসিনা তো গেছে আমরা এখন মুক্ত ফ্রি’। কিন্তু এই বিশ্রামই পরে বড় সমস্যার দিকে নিয়ে যায়।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে : মেট্টে ফ্রেডরিকসন Jan 06, 2026
img
সারজিস আলমের আয়ের তথ্যে গরমিল; রিটার্নে ২৮ লাখ টাকা, হলফনামায় ৯ লাখ Jan 06, 2026
img
চীন-ইরানের চলচ্চিত্র দিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব Jan 06, 2026
img
শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান Jan 06, 2026
img
মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিশেষ সতর্কবার্তা বিটিআরসির Jan 06, 2026
img
শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয়: রিজভী Jan 06, 2026
img
২ কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার: ড. সালেহউদ্দিন আহমেদ Jan 06, 2026
img
গভীর সমুদ্রে গবেষণা জোরদার ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার Jan 06, 2026
img
খালিদ মাহমুদের উত্তরার প্লটসহ ২৩ একর জমি জব্দ Jan 06, 2026
img
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বিএনপি-জামায়াত প্রার্থীকে শোকজ Jan 06, 2026
img
সেরা চলচ্চিত্রের খেতাব পেল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ Jan 06, 2026
img
কনকনে শীতে মাটির চুলায় রান্নায় ব্যস্ত জয়া আহসান Jan 06, 2026
img
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়া ইঙ্গিত, ক্ষুব্ধ জার্মানি Jan 06, 2026
img
ওসমান হাদির মামলার অগ্রগতিরে বিষয়ে বিকেলে ডিএমপির ব্রিফিং Jan 06, 2026
img
সেন্টমার্টিনে পর্যটন ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা Jan 06, 2026
img
জুলাই গণ-অভ্যুত্থান ও হাসিনার পতন এখন মাধ্যমিকের বইয়ে Jan 06, 2026
img
আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা: সাদিয়া আয়মান Jan 06, 2026
img
ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না : অর্থ উপদেষ্টা Jan 06, 2026
img

জকসু নির্বাচন

সময়ের সঙ্গে বেড়েছে ভোটারের উপস্থিতি Jan 06, 2026
img
জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে : হাসনাত Jan 06, 2026