অনেকে কাজের তদবিরের জন্য ফোন করেন বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানিয়েছেন, তার কাজ পাইয়ে দেওয়ার ক্ষমতা নেই। তবে প্রতিষ্ঠানের নামের শুরুতে গ্রামীণ থাকলে সেই প্রতিষ্ঠানগুলো কাজ পাচ্ছে বলে শুনেছেন তিনি।
আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। ইলিয়াস হোসাইন বলেন, অনেকেই কাজটাজের জন্যে ফোন করেন তদবির করার জন্যে, আমার ক্ষমতা নাই তাই কিছু করতে পারি না। তবে ফ্রিতে সবাইকে একটা পরামর্শ দেই, কম্পানির নামের আগে গ্রামীণ লাগায়ে দেন কাজ পেয়ে যাবেন।
উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ সমবায় ব্যাংক ইত্যাদি, ইত্যাদি। শুনেছি গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলো ধুমায়ে কাজ পাচ্ছে।
লুটেপুটে খা চোরের বাইচ্চারা।
এসএস/এসএন