কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শাকিব খান। দেশে ফিরে এখন পুরোদমে প্রস্তুতি নিয়ে শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং।
আগামী ৫ অক্টোবর রাজধানী ঢাকাতে সিনেমাটির ক্যামেরা ওপেন হচ্ছে। শাকিব খানকে দিয়েই সিনেমাটির ক্যামেরা ওপেন হবে।
এরপর আগামী ১৫ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবেন তানজিন তিশা। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় এ নায়িকার। এ ছাড়া শাকিবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তিনি।
শুটিং শুরুর আগে আজ শুক্রবার সিনেমাটির লুক টেস্ট চলছে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।
এদিন ফটো শুটে অংশ নিয়েছেন ঢালিউড শীর্ষ নায়ক ও তানজিন তিশা। বিকেলে অংশ নিয়ে ইতিমধ্যেই তিশার লুকের শুট শেষ হয়েছে বলেই খবর। এরপরেই হবে শাকিব খানের অংশের শুট, এরপর দুজনেই যৌথভাবে পোস্টারের শুট করবেন।
এও জানা গেছে, ৫ অক্টোবর শুটিং শুরুর দিন সন্ধায় ‘সোলজার’-এর ফার্স্ট লুক আসার কথা রয়েছে।
লাফিং এলিফেন্ট প্রযোজিত এবং বিজ্ঞাপন বানিয়ে হাত পাকানো সাকিব ফাহাদের পরিচালনায় এ সিনেমাটির কাস্টিংয়ে থাকছে নানা চমক। দেশপ্রেম ও অ্যাকশননির্ভর গল্পকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমাটিতে শাকিব খান ও তানজিন তিশা ছাড়া আরো অভিনয় করতে দেখা যাবে তারিক আনাম খান, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীকে। সিনেমাটি আসছে ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
কেএন/টিকে