বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান আবারও প্রমাণ করলেন তাঁর অলরাউন্ড দক্ষতা। যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে বল হাতে বিধ্বংসী স্পেল আর ব্যাট হাতে দারুণ ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতলেন তিনি।
আটলান্টা ফায়ারের হয়ে খেলা সাকিব শনিবার রাতে (বাংলাদেশ সময়) বাল্টিমোর রয়্যালসের বিপক্ষে মাঠ মাতান। বল হাতে প্রথমেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন তিনি। মাত্র কয়েক ওভার বোলিং করেই তুলে নেন ৩ উইকেট, খরচ করেন মাত্র ৬ রান (৩-৬)। তার নিখুঁত স্পেলেই চাপে পড়ে যায় প্রতিপক্ষ।
এরপর ব্যাট হাতে নেমেও ঝড় তোলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাত্র ১৬ বলে করেন অপরাজিত ৩০ রান। তাঁর ঝোড়ো ইনিংসে ভর করেই সহজ জয় পায় আটলান্টা ফায়ার।
ব্যাটে-বলে এমন সমান দাপটের সুবাদেই ম্যাচসেরার ট্রফি উঠেছে সাকিবের হাতে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সাকিবের এই ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করছে যে এখনও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। অন্যদিকে মাইনর লিগে তার সাফল্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতেও সহায়ক হচ্ছে।
আইকে/টিএ