আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেছেন তাঁর ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী। সম্প্রতি পুলিশি জেরায় শেখরজ্যোতি দাবি করেছেন, প্রয়াত শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা তাকে স্বেচ্ছায় বিষ খাইয়ে হত্যার পরিকল্পনা করেছিলেন।
জুবিন গর্গ ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের সময় সাঁতারে প্রাণ হারান। তাঁর টিমের সদস্যরা দাবি করেছেন, জুবিন ছিলেন অভিজ্ঞ সাঁতারু, তাই জলে ডুবে মৃত্যু হওয়া অসম্ভব। পুলিশি তদন্তে দেখা গেছে, মৃত্যুর সময় সিদ্ধার্থ শর্মা বোটের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছিলেন এবং অন্যান্য যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন।
শেখরজ্যোতির বয়ান অনুযায়ী, শ্যামকানু মোহন্তের সঙ্গে পরিকল্পনা করে ম্যানেজার জুবিনকে পরিকল্পিতভাবে হত্যা করেছিলেন। এছাড়া তিনি আরও জানান, সিদ্ধার্থ সেখানকার ভিডিও প্রকাশ না করার নির্দেশ দিয়েছিলেন।
আসামের পুলিশ ইতিমধ্যে শ্যামকানু মোহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। তদন্তে শেখরজ্যোতির এই বিস্ফোরক বয়ান নতুন মাত্রা দিয়েছে মৃত্যুর রহস্য উদঘাটনের প্রক্রিয়ায়।
এসএস/টিএ