জনগণ ভোট দিতে প্রস্তুত : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ আশা করছে যে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত রয়েছে। এ অবস্থায় যারা নতুন নতুন ইস্যু তৈরি করে জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তাদের ষড়যন্ত্র সফল হবে না এবং তারা জনগণের কাছে ধরা পড়ে যাবে।

শনিবার (০৪ অক্টোবর) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রিজভী বলেন, গত ১৬ বছর জনগণ ভোট দিতে পারেনি। শেখ হাসিনা ভোটে তালা ঝুলিয়ে রেখেছিলেন, নির্বাচনের নামে প্রহসন করেছেন। গরু-বাছুরকে ভোটকেন্দ্রে যেতে দেখা গেছে, ভোটারদের যাওয়ার সুযোগ দেননি। দিনের ভোট রাতে হয়েছে। র‍্যাব, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকানো হয়েছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এবার নির্বাচন কমিশন এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। এ সরকার নিরপেক্ষ থাকবে, কোনো পক্ষ নেবে না। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ ইসলামপন্থি রাজনৈতিক দলের সমর্থক আমলাদের বসানো হয়েছে এটা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। আমরা প্রত্যক্ষ করছি, জনগণও বুঝতে পারছে। ড. ইউনূসের প্রতি আস্থা রেখে বলবো, এমন ব্যক্তিদের দায়িত্ব দিন যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ ব্যবহার করে দেশে একদলীয় ফ্যাসিবাদ কায়েম করেছে। জনগণ নতুন করে আরেকটি ফ্যাসিবাদের শাসন দেখতে চায় না।

জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতা তুলে ধরে রিজভী বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জাতিকে একদলীয় দুঃশাসন থেকে মুক্ত করেছিল। এরপর খালেদা জিয়া স্বৈরাচার এরশাদকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর ৫ আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে তারেক রহমান জাতিকে নতুন করে অনুপ্রাণিত করেছেন।

আন্তর্জাতিক চক্রান্তের অভিযোগ এনে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীরা নানা চক্রান্ত করছে। ষড়যন্ত্র থেমে নেই, বরং তা বাস্তবায়নের জন্য মাস্টারপ্ল্যান চলছে। কিন্তু বাংলাদেশের জনগণ সব অন্ধকার দূর করে জাতীয়তাবাদের পতাকা উঁচু রাখবে এটাই বারবার প্রমাণিত হয়েছে।

সম্প্রতি দুর্গাপূজা নিয়ে গুজব এবং ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার দুর্গাপূজা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। হিন্দু-মুসলমান সবাই মিলে মণ্ডপ পাহারা দিয়েছে। এটাই আমাদের সম্প্রীতির ঐতিহ্য।

ভারতে ড. ইউনূসের মুখাবয়ব দিয়ে তৈরি ‘অসুরের’ মূর্তির সমালোচনা করে রিজভী বলেন, এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচয় ও অপসংস্কৃতির প্রকাশ। ভারত সঙ্গীত-শিল্প-সংস্কৃতির দেশ, এমন কাজ তারা করবে এটা আমরা কল্পনাও করিনি।

রিজভী বলেন, মোদি সাহেব যদি ভারতে মধ্যযুগীয় অন্ধকার নামিয়ে আনেন, আমরা বাংলাদেশের মানুষ সেটি গ্রহণ করব না। আমাদের দেশে বিভাজন তৈরি করা যাবে না। তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকব।

এক প্রশ্নের উত্তরে রিজভী বলেন, ১৯৯১ সালে শেখ হাসিনা ভারত থেকে ফিরে এসে বলেছিলেন, বিএনপি ১০টির বেশি আসন পাবে না। কিন্তু জনগণ সব জানে, কারা বিগত ১৬ বছর ধরে আপসহীন লড়াই করেছে। ভ্রান্ত তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ধানের শীষ তাদের প্রিয় প্রতীক, এটিকে মিথ্যা প্রচার দিয়ে দুর্বল করা যাবে না।

এ সময় সংগঠনের সভাপতি শাহরিন ইসলাম তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মাজার হলো মিলনমেলা, গণতন্ত্রের আরেক নাম মিলনমেলা : ফরহাদ মজহার Oct 04, 2025
img
‎চট্টগ্রামে টানেলের ভেতরে বাস উল্টে আহত কয়েকজন Oct 04, 2025
img
অক্টোবরের আকাশে উদিত হচ্ছে ‘হারভেস্ট মুন’ Oct 04, 2025
img
সাতক্ষীরায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জামায়াত নেতার Oct 04, 2025
img
নির্বাচনের মধ্য দিয়ে একটি স্থিতিশীল সরকার আসবে : টুকু Oct 04, 2025
img
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না ভারত: মুশফিকুর রহমান Oct 04, 2025
img
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, নদীর পাড়ে জেলেদের নিস্তব্ধতা Oct 04, 2025
img
সড়কে টাকা তোলার প্রতিবাদ করায় এএসপির ওপর হামলা Oct 04, 2025
img
ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে নেই বেলিংহ্যাম, কোচের ব্যাখ্যা Oct 04, 2025
img
প্রধান উপদেষ্টা ও শরীয়তপুর থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি Oct 04, 2025
img
সংস্কারের নামে আ. লীগের পুনর্বাসন করা হচ্ছে : রাশেদ খান Oct 04, 2025
img
নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে: বদিউল আলম Oct 04, 2025
img
বিপিএলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় ফরচুন বরিশাল Oct 04, 2025
img
দেশের ক্রিকেট বয়কটের কড়াবার্তা ক্লাব সংগঠকদের Oct 04, 2025
গান নিয়ে দু-শ্চি-ন্তা-য় কাঙ্গালিনী সুফিয়া Oct 04, 2025
ভারতে ড.ইউনূসের চেহারার মত অসুরের মূর্তি বানানো নিয়ে যা বললেন রিজভী Oct 04, 2025
১ঘন্টা কর্মসূচির পর সচল হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক! Oct 04, 2025
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফায় আগ্রহী হামাস Oct 04, 2025
img
ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী Oct 04, 2025
img
রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় : সালাহউদ্দিন Oct 04, 2025