চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পরের সিরিজেই অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা! অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার পরিবর্তে নেতৃত্ব দেবেন শুভমান গিল। সাফল্যের মধ্যে থাকার পরও কেন অভিজ্ঞ তারকাকে নিয়ে এমন সিদ্ধান্ত? সে ব্যাখ্যা দিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তবে ওয়ানডে ফরম্যাটকে এখনো বিদায় জানাননি। সবশেষ গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে শিরোপা এনে দিয়েছিলেন তিনি। এরপর গত কয়েক মাসে ৫০ ওভারের কোনো সিরিজ খেলেনি ভারত। তাই জাতীয় দলের জার্সিও গায়ে জড়ানো হয়নি রোহিতের। তবে তার সে অপেক্ষা ফুরচ্ছে।
আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ৫০ ওভারের লড়াইয়ে নামবে ভারত। তিন ম্যাচ সিরিজের জন্য শনিবার (৪ অক্টোবর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে বিরাট কোহলির সঙ্গে আছেন রোহিতও। তবে স্কোয়াড দেখে সবার মনেই প্রশ্ন জেগেছে, কেন নেতৃত্বে শুভমান, কেনই বা কেড়ে নেয়া হলো রোহিতের অধিনায়কত্ব?
ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক আগারকার বলেন, ‘তিন ফর্ম্যাটে তিন জন আলাদা আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়। এটা দলের জন্য যেমন ভালো নয়, তেমনই কোচের জন্যও সমস্যা তৈরি করে।’
তার কথায় স্পষ্ট, কোচ গৌতম গম্ভীরের পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
রোহিতকে নেতৃত্ব থেকে সরানো আগামী বিশ্বকাপের পরিকল্পনার অংশ বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক। নতুন নেতা বাছাই করা হয়েছে যেন বিশ্বকাপের জন্য দল গুছিয়ে নিতে পারেন।
আগারকার বলেন, ‘আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি। রোহিতকে সরানোর এটাও একটা কারণ। এখন ওয়ানডে বেশি খেলা হয় না। দু’বছর অনেক সময় মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়। বেশি ম্যাচ পাওয়া যাবে না। শুভমানকে তাই এখনই দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে ও দল তৈরি করে নিতে পারে। যেমন সূর্যকুমার যাদবকেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছে। ওকেও দল গুছিয়ে নেয়ার সময় দেওয়া হয়েছে।’
রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর আগে অবশ্য কথা বলেছেন নির্বাচকরা। আগারকার বলেন, ‘রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয় যে না জানিয়েই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
নির্বাচকের বক্তব্য অনুযায়ী আগামী বছরের বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে নেতৃত্ব হারালেন রোহিত। তাহলে কি পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে থাকছেন না এ তারকা? তার সঙ্গে কি বাদ পড়ছেন বিরাট কোহলিও?
আগারকার বলেন, ‘ওরা বিশ্বকাপ খেলবে কি না, সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। ওদের ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই। দু’জনেই ফিটনেস পরীক্ষায় পাশ করেছে।’
ইএ/টিকে