সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর লুট কাণ্ডের আরেক হোতাকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম কাজী আব্দুল অদুদ ওরফে আলফু মিয়া। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলার সহ-সভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সাদাপাথর লুটের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকার ২৬ নম্বরে তার নাম রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আলফুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সাদাপাথর লুট কাণ্ডে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ও দুদকের তালিকায় থাকা বিএনপির পদ হারানো নেতা সাহাব উদ্দিনের সঙ্গেও আলফু মিয়ার যোগসাজশ ছিল বলে জানা গেছে।
ইএ/টিকে