শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন জনসভা ও র্যালি কর্মসূচি অব্যাহত রয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। গত ২০ সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হয়েছে।
প্রতিটি ইউনিয়নে জনসভা শেষে জনজীবনে স্বস্তি, সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জনসভাগুলোতে জাকের পার্টি, সহযোগী সংগঠনসমূহ, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা চলমান পরিস্থিতি—বিশেষ করে জনজীবনে সৃষ্ট অস্থিরতা, শঙ্কা ও অনিশ্চয়তা নিরসনে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস, ধৈর্য ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরেন।
নেতৃবৃন্দ গতিশীল অর্থনীতি গড়ে তোলা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য খেটে খাওয়া মানুষের নাগালে রাখা, জননিরাপত্তা, আইনের শাসন ও যথাযথ বিচার নিশ্চিত করার অপরিহার্যতার ওপর জোর দেন। তারা জনগণকে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রায় নিজেদের ভূমিকা স্মরণ করিয়ে দেন।
জনসভা শেষে প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক নানা স্লোগানসহ র্যালি বের করা হয়।
ইউটি/টিএ