লিটন দাস, জাকের আলী অনিকদের সঙ্গে কাজ করে ভালো লাগায় পূর্ণ মেয়াদে বাংলাদেশে থাকতে চেয়েছিলেন জুলিয়ান উড। তবে ইংল্যান্ডের পাওয়ার হিটিং কোচের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে সাড়া না পাওয়ায় শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছেন উড। আগামী এক বছর কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কাদের সঙ্গে কাজ করবেন তিনি।
ভারত না আসায় এশিয়া কাপের মাসখানেকের ফিটনেস ও স্কিল ক্যাম্প করে বাংলাদেশ। এশিয়া কাপে যাওয়ার আগে ক্রিকেটারদের ব্যাটিং নিয়ে কাজ করতে চার সপ্তাহের জন্য খণ্ডকালীন পাওয়ার হিটিং কোচ হিসেবে উডকে নিয়োগ দেয় বিসিবি। ঢাকা ও সিলেটে হওয়া ক্যাম্পে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কাজ করেছেন তিনি।
নেদারল্যান্ডস সিরিজ চলাকালীনও দলের সঙ্গে ছিলেন ইংলিশ এই কোচ। বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে এক সপ্তাহের বিশেষ ক্যাম্প করেছিলেন উড। লিটনদের সঙ্গে কাজ করার সময়ই তাকে পূর্ণ মেয়াদে নিয়োগের প্রস্তাব দেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে বাংলাদেশের সঙ্গে কাজ করে ভালো লাগায় বিসিবির প্রস্তাবের অপেক্ষায় ছিলেন উড।
কিন্তু তাঁর সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহ দেখায়নি বিসিবি। যার ফলে খণ্ডকালীন মেয়াদ শেষ হতেই বাংলাদেশ ছেড়ে চলে যান তিনি। মাসখানেকের ব্যবধানে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব নিলেন উড। ১ অক্টোবর থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে ইংলিশ ব্যাটিং কোচের এক বছরের মেয়াদ। থিলিনা কান্দাম্বির জায়গায় উডকে দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা।
২০২৩ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছিলেন কান্দাম্বি। ধারণা করা হচ্ছে, গত জুলাইয়ে ঘরের মাঠে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। স্পিন কোচ পিয়াল বিইজেতুঙ্গে জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে রেনে ফার্দিনান্দেসকে।
দুই বছরের জন্য স্পিন কোচের দায়িত্ব সামলাবেন তিনি। লিড স্পিন বোলিং ট্রেনিং, ম্যাচ প্রস্তুতি, পারফরম্যান্স বিশ্লেষণ এবং খেলোয়াড়দের উন্নতিতে কাজ করবেন লঙ্কান এই কোচ। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে একটি মাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ফার্দিনান্দেস। ইউনিভার্সিটি অব উইকাতো থেকে বায়োমেকানিক্সে পিএইচডি করেছেন তিনি। ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির পাশাপাশি নিউজিল্যান্ড ক্রিকেটেও কাজ করেছেন বায়োমেকানিক্স পরামর্শক হিসেবে।
ইউটি/টিএ