‘ক্রিকেটের ফিক্সিং বন্ধের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন!’ এমন মন্তব্য করে বিসিবি নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তামিম ইকবাল। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলে বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেন আরও ১৫ জন প্রার্থী। পরবর্তী সময়ে একই পথে হেঁটেছেন আরও তিনজন। ৪ অক্টোবর রাত পর্যন্ত সবমিলিয়ে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ১৯ জন।
বিসিবি নির্বাচনের একদিন আগে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে বিশে। জামালপুর জেলা থেকে কাউন্সিলর হয়ে ঢাকা বিভাগে নির্বাচন করতে চেয়েছিলেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। তবে নির্বাচনের আগেরদিন তিনিও সরে দাঁড়ালেন। এমন অবস্থায় ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম।
বাংলাদেশের ক্রিকেটের পাশাপাশি ঢাকার ১৭ জেলার ক্রিকেটকে এগিয়ে নেয়ার দায়িত্ব থাকবে তাদের দুজনের কাছে। কদিন আগেই ভোট চাইতে কিশোরগঞ্জ জেলায় গিয়েছিলেন বুলবুল। ওই অঞ্চলের ক্রিকেট দেখে অভিভূত হয়েছেন বিসিবি সভাপতি। কিশোরগঞ্জ জেলার ক্রিকেটের স্বপ্ন, পরিকল্পনা বাকি জেলাগুলোতে ছড়িয়ে দিতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক।
এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আমরা যদি সত্যিকার ক্রিকেট আমরা উন্নয়ন করতে পারি এই ঢাকার ১৭টা জেলা আছে। একটা জেলা হচ্ছে কিশোরগঞ্জ এবং সেখানে ক্রিকেট বোর্ডের ভোট চাইতে গিয়ে দেখলাম যে তারা যেভাবে ক্রিকেট নিয়ে এগাচ্ছে, তাদের যে স্বপ্ন, তাদের যে পরিকল্পনা, এটা যদি আর ১৬টা জেলায় আমরা ছড়িয়ে দিতে পারি, পরবর্তীতে ৬৪টা জেলায় ছড়িয়ে দিতে পারি, আমাদের ক্রিকেটের স্ট্রেন্থ আমরা এখনও জানিই না।’
বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। সবশেষ কয়েকদিন ধরে ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্বাচন। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিয়েছেন জাকের আলী অনিকরা।
এ ছাড়া শ্রীলঙ্কা ও ভারতে চলমান নারী বিশ্বকাপে খেলছেন নিগার সুলতানা জ্যোতিরা।
প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। বুলবুলের আক্ষেপ বাংলাদেশের এমন ফলাফল আড়ালে পড়ে সংবাদমাধ্যমগুলোর প্রধান সংবাদ হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। বিসিবি সভাপতি এমন মজার ছলেই জানালেন, দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং এই নির্বাচনটা এমন একটা জায়গায় দেখা গিয়েছে যে, যেদিন বাংলাদেশ দুটো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে, টি-টোয়েন্টি আফগানিস্তানের সাথে, মেয়েদের দলও বিশ্বকাপে জিতেছে। কিন্তু নিউজ হয়েছে, মেইন নিউজ হয়েছে নির্বাচনকে ঘিরে।’
এমআর/টিকে