বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের এক দিনও আর বাকি নেই। সময়ের হিসাবে ১৫ ঘণ্টা। কিন্তু নাটকীয়তা আর বিতর্ক শেষ হচ্ছে না।কেননা নির্বাচনের আগের দিন (আজ) যে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পরিচালক পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।
সরে দাঁড়ানোর সময় বিস্ফোরক এক অভিযোগ করেছেন রেদুয়ান। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়নপত্র জমা দেওয়া এই প্রার্থী জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া ‘রাতের ভোটকে’ হার মানিয়ে ফেলেছে বিসিবি নির্বাচন। তিনি বলেছেন, ‘রাতের ভোট তো...তবু তো ওরা ব্যালট বাক্স ভরেছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা (রাতের) ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলছে।’
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল গত ১ অক্টোবর। তাই সময় শেষ হওয়ার পরে নিজেকে সরিয়ে নিলেও ব্যালটে রেদুয়ানের নাম থাকবে। তার সরে যাওয়ায় ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়াটা এখন নিশ্চিত বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের। রেদুয়ানের আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরো ১৯।
তার মধ্যে আছেন বিসিবির সভাপতি পদে লড়ার ঘোষণা দেওয়া তামিম ইকবালও।
নির্বাচন নিয়ে অনিয়মের কথাও বলেছেন রেদুয়ান। বিশেষ করে ই-ব্যালটের বিষয়ে তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে বহুবার দেখা করতে চেয়েছি, আমার সঙ্গে দেখা করেননি। দরখাস্তও দিতে চেয়েছিলাম যে, ই-ব্যালট ও পোস্টাল ব্যালট শুধু তাদেরই দেবেন, যারা দেশের বাইরে অথবা হাসপাতালে রোগী হিসেবে আছেন। যারা সুস্থ, ঘুরেফিরে খাচ্ছেন, কাউন্সিলর হয়েছেন, যারা হোটেলে বসে আমোদ-ফুর্তি করছেন, তারা কেন ই-ব্যালটে ভোট দেবেন?’
এমআর/টিকে