আইফোন ১১ নিয়ে এলো গ্রামীণফোন

দেশের বাজারে অ্যাপলের আইফোন ১১, আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্স নিয়ে এসেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।

যারা ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফোনগুলোর জন্য গ্রামীণফোনকে আগাম ফরমাশ দিয়েছিল সম্প্রতি তাদের হাতে পুরস্কারসহ গুলশানের জিপি লাউঞ্জে নতুন ডিভাইস হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের এই নতুন স্মাটফোনগুলো গ্রামীণফোন থেকে ২৯ ডিসেম্বরের কিনলে ফ্রি ২২ জিবি ডেটা (১১ জিবি ফোরজি+ ১১ জিবি বায়োস্কোপ স্ট্রিমিং) পাবেন গ্রাহকরা।

এছাড়া রয়েছে ১৫০ টাকায় ১১ জিবি (২ জিবি ওপেন+ ৯ জিবি ফোর-জি) কেনার সুযোগ, যা ৩ মাসে মোট ৬ বার উপভোগ করা যাবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, নতুন যুগের স্মার্টফোনের সব বৈশিষ্ট্যই রয়েছে নতুন আইফোন ১১ সিরিজে। গ্রামীণফোন ফোরজির অভিজ্ঞতা আইফোনের উদ্ভাবনী ফিচারগুলোর মাধ্যমে উপযুক্তভাবে নিতে পারবেন। ফোর-জি নিয়ে আমাদের লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

তিনটি মডেলেই ব্যবহার করা হয়েছে এ১৩ বায়োনিক চিপ এবং ৪ জিবি র‍্যাম। আইফোন ১১ পাওয়া যাবে ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি রমে। আইফোন ১১ প্রো ও প্রো ম্যাক্স ৬৪ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি রমে পাওয়া যাবে। অ্যাপলের এই নতুন স্মাটফোনগুলো ৮৭ হাজার ৯৯৯ টাকা থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকার মধ্যে কেনা যাবে।

গ্রামীণফোন সেলস চ্যানেল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক (অ্যামেক্স), ইস্টার্ন ব্যাংক, ডিবিবিএল, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআই বা কিস্তিতে আইফোন ১১ সিরিজের স্মার্টফোনগুলো কিনতে পারবেন।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: