কিছুদিন আগেই পুরুষদের এশিয়া কাপে তিনবার ভারতের মুখোমুখি হয়ে জিততে পারেনি পাকিস্তান। এবার নারী ওয়ানডে বিশ্বকাপেও ভারতের কাছে হারল পাকিস্তানের নারী দল।
রোববার (৫ অক্টোবর) নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ভারতের কোনো ব্যাটসম্যান ফিফটির দেখা পাননি। তাদের মধ্যে সর্বোচ্চ রান এসেছে হারলিন দেওলের ব্যাট থেকে। ৬৫ বলে ৪৬ রান করেন তিনি।
এছাড়া, রিচা ঘোষ ৩৫, জেমিমা রদ্রিগেজ ৩২ এবং প্রতীক রাওয়ালের ব্যাট থেকে আসে ৩১ রান। পুরো ৫০ ওভার খেলে ২৪৭ রানে অলআউট হয় ভারত। পাকিস্তানের হয়ে ৬৯ রানে ৪ উইকেট নেন ডায়ানা বেগ।
তবে ভারতের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে কোনো পাত্তাই পায়নি পাকিস্তান। এক সিদরা আমিন ছাড়া কেউ প্রতিরোধই করতে পারেনি। ১০৬ বল খেলে ৮১ রান করেন আমিন। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ আসে নাটালিয়া পারভেজের ব্যাট থেকে। ৩৩ রান করেন তিনি। ভারতের বোলারদের বোলিং তোপে ১৫৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। তাতে ৮৮ রানের বিশাল জয় পায় হরমনপ্রীত কৌরের দল। ভারতের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন ক্রান্তি গৌড় এবং দীপ্তি শর্মা।
চলমান বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে দুইটিতেই জয় পেল ভারত। তাতে টেবিলের শীর্ষে তারা। অপরদিকে, প্রথম দুই ম্যাচে হেরে ছয় নম্বরে অবস্থান করছে পাকিস্তান নারী দল।
এমআর/টিকে