ভারতের এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অভিষেক শর্মা। অনবদ্য পারফরম্যান্সে এশিয়া কাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। পুরস্কার হিসেবে ভারতীয় মুদ্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের একটি এসইউভি গাড়িও পেয়েছেন এই ওপেনার। তবে ভারতে সেই গাড়ি আনতে বা চালাতে পারবেন না তিনি। সরকারের একটি নিয়মে ফাঁসে আটকে যাচ্ছেন এ ক্রিকেটার।
এশিয়া কাপে সাত ইনিংসে ৩১৪ রান করেছেন অভিষেক। তিনটি ফিফটি রয়েছে তার। ব্যাট করেছেন ২০০ স্ট্রাইক রেটে। ফাইনাল শেষে অভিষেকের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। গাড়ির সঙ্গে সেলফি তোলেন তিনি। পরে শুভমান গিলকে নিয়ে গাড়ির ভেতরে বসে পড়েন। সেখানেও একপ্রস্থ সেলফি তোলেন দুজন। মনে করা হয়েছিল, গাড়ি নিয়ে অভিষেকের ভারতে ফেরা সময়ের অপেক্ষা। তা আপাতত হচ্ছে না।
অভিষেককে যে গাড়িটি দেওয়া হয়েছে, সেটির স্টিয়ারিং বাঁ দিকে। ভারতের নিয়ম অনুযায়ী তা অবৈধ। ভারতীয় গাড়িতে ডান দিকে স্টিয়ারিং থাকতে হবে। অন্যথায় ভারতের রাস্তায় সেই গাড়ি স্বাভাবিকভাবে চালানো যাবে না। বাঁ দিকে স্টিয়ারিং থাকা গাড়ি ভারতে আনাও যাবে না। প্রসঙ্গত, আমিরাত-সহ আরবের বহু দেশে গাড়িতে বাঁ দিকে স্টিয়ারিং থাকে। ইউরোপেও অনেক দেশে এই নিয়ম।
তবে অভিষেকের জন্য সুখবরও রয়েছে। যে সংস্থার গাড়ি তাকে পুরস্কার দেওয়া হয়েছিল, তারা নভেম্বরে ভারতে তাদের গাড়ি আনতে চলেছে। সেখানে ডান দিকে স্টিয়ারিং থাকার কথা। তখন তারা চাইলে অভিষেককে গাড়ি দিতে পারে। তবে সংস্থাটি এখনও সে ব্যাপারে কিছু জানায়নি।
এবি/টিকে