যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন কার্যক্রম। স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ওয়াশিংটন ডিসির পাশাপাশি নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডাতেও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোটার হচ্ছেন প্রবাসীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন লাখ লাখ প্রবাসী।
রোববার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এ সময় প্রবাসীরা কিভাবে জাতীয় পরিচয়পত্র পাবেন তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র সফররত নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, প্রবাসীদের সহজ প্রক্রিয়ার মাধ্যমে এনআইডি কার্ড প্রদান করা হবে। ৩১ অক্টোবরের মধ্যে যারা নিবন্ধন করবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, এনআইডি কার্ডের জন্য জন্মনিবন্ধন বাধ্যতামূলক। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাস এবং কনস্যুলেটের ওয়েবসাইটে দেয়া আছে।
দূবাতাস জানায়, নিউইর্য়ক, মায়ামি ও লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটেও ইতোমধ্যে এনআইডি কার্ড দেয়ার কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক মো: আরিফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এটিএম আবদুর রউফ মন্ডল ও ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাসহ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
কেএন/টিকে