১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তাদের এই দেশে নির্বাচন করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, নির্বাহী আদেশে সংবিধানের কোনো হেরফের করা যাবে না।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ডিআরইউ এর সাগর রুনী মিলনায়তনে গণতান্ত্রিক বাম ঐক্যর এক আলোচনা সভায় এইসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
এসময় তিনি আরো বলেন, ডাকসুর ভোটের সকল কিছু তদন্ত হওয়া উচিত। সেই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান কাজ শেখ হাসিনার সকল অপকর্মের বিচার করা এবং ৩০ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে তাদের বিচার করা।
ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই: মো. তাহেরফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই: মো. তাহের
আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট ও অন্য দিনের গণভোট একই কথা। ফেব্রুয়ারির নির্বাচনে কিছু হলে সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন থেকে যাবে বা উঠবে এবং এরপর আগামী বছর নির্বাচন হবে কি না জানা নেই।
ইএ/টিকে