ঋষভ শেঠির কান্তারা অধ্যায় এক প্রেক্ষাগৃহে যেন এক ইতিহাস রচনা করেছে। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই এটি ভেঙে ফেলেছে কেজিএফ অধ্যায় দুই–এর রেকর্ড, কর্ণাটকের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী সপ্তাহান্তের ছবি হিসেবে। চার দিনে সারাদেশে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ২৬০ কোটি রুপিতে, যার মধ্যে কর্ণাটক থেকেই এসেছে ৭৬ কোটি — কেজিএফ দুইয়ের ৭৫ দশমিক ৫ কোটি রুপির আগের রেকর্ডকে অতিক্রম করে।
সবচেয়ে বিস্ময়কর দিক হলো ছবিটির ধারাবাহিক উত্থান। প্রথম দিনে তুলনামূলক ধীর গতিতে শুরু হলেও দর্শকদের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ায় প্রতিদিন আয় বেড়েছে। বিপরীতে কেজিএফ দুই প্রথমে ঝড় তুললেও পরের দিনগুলোতে কিছুটা মন্থর হয়ে পড়েছিল। রবিবার কর্ণাটক অঞ্চলে কান্তারা অধ্যায় এক আয় করেছে ১৯ দশমিক ৫ কোটি রুপি, যেখানে কেজিএফ দুইয়ের চতুর্থ দিনের আয় ছিল ১৭ কোটি — যা দক্ষিণী ছবির জন্য বিরল এক ঊর্ধ্বমুখী ধারা।
বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, এটি কন্নড় চলচ্চিত্র শিল্পের বক্স অফিস মানচিত্রে এক ঐতিহাসিক পরিবর্তন। শহুরে মাল্টিপ্লেক্স থেকে শুরু করে গ্রামের প্রেক্ষাগৃহ—সবখানেই সমান সাড়া ফেলেছে ছবিটি। ফলে এটি শুধু একটি বাণিজ্যিক সাফল্য নয়, এক সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয়েছে, অনেকটা প্রথম কান্তারার মতোই।
হিন্দি সংস্করণটি শুরুতে ধীরগতির হলেও শনিবারে আয় বেড়েছে প্রায় ৬০ শতাংশ। উত্তর ভারতের প্রেক্ষাগৃহগুলোতেও এখন ক্রমে জনপ্রিয়তা বাড়ছে। বিশেষজ্ঞদের ধারণা, এই গতি অব্যাহত থাকলে কান্তারা অধ্যায় এক দ্রুতই প্রথম কান্তারাকে ছাড়িয়ে কন্নড় সিনেমার সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব জিতে নিতে পারে। আর এই সাফল্য আরও একবার প্রমাণ করল, ঋষভ শেঠি শুধু অভিনেতা নন, তিনি আজ কন্নড় চলচ্চিত্রের গল্প বলার এক শক্তিশালী প্রতীক।
আইকে/টিকে