বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া রাজনীতি থেকে অবসরে যাননি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় তার সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছেন।
বুধবার রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে গুলশানের ফিরোজায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার পরামর্শ ও নির্দেশনাতেই তিনি (তারেক রহমান) দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ডা. জাহিদ আরও বলেন, চেয়ারপার্সনের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো হওয়ায় নিজের থেকেই তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবার ইচ্ছে পোষণ করেন। আর তাই পরিবার ও মহাসচিবকে নিয়ে তিনি কোরআন তিলাওয়াত ও মাজার জিয়ারত করেন।
এদিন জিয়ারতের উদ্দেশে রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছায় বেগম জিয়ার গাড়িবহর। সেখানে গাড়িতে বসেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এসময় বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোটভাই মেজর অবসরপ্রাপ্ত মরহুম সাঈদ এসকান্দারের সহধর্মিণী এবং ছোটভাই প্রকৌশলী শামীম ইসকান্দারের সহধর্মিণীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এমআর