প্রায় ৮ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়ে অবশেষে পৃথিবীর মায়া কাটালেন মিগুয়েল অ্যাঞ্জেল রুসো।
স্থানীয় সময় বুধবার (৮ অক্টোবর) ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার।
২০১৭ সালে ক্যানসার ধরা পড়া রুসো মৃত্যুকালেও বোকা জুনিয়র্সের কোচের পদে আসীন ছিলেন। কিন্তু ২১ সেপ্টেম্বর সেন্ট্রাল কোরদোবার বিপক্ষে ম্যাচের পর থেকে মেডিক্যাল ছুটিতে ছিলেন। তার অবর্তমানে কাজ চালাচ্ছিলেন ক্লদিও উবেদা। ২১ সেপ্টেম্বরের পর বোকা ম্যাচ খেলেছে ২টি।
তার মৃত্যুতে আর্জেন্টিনা ও বোকা জুনিয়র্সস অনেকেই শোক জানিয়েছে। আর্জেন্টিনা এক বিবৃতি দিয়ে লিখেছে, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মিগুয়েল অ্যাঞ্জেল রুসোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। শান্তিতে ঘুমাও, মিগুয়েল।’
রুসোর কোচিং ক্যারিয়ার ছিল বৈচিত্র্যে ভরপুর। ১৯৮৩ সালে অভিষেক হওয়ার পর জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলেন তিনি। জিতে যেতে পারতেন বিশ্বকাপও, কিন্তু দিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর ওই আসরে তাকে স্কোয়াডে রাখা হয়নি। রুসো ১৯৮৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন। ওই দশকেই কোচিং জগতে পা রাখেন।
১৯৮৯ সালে লানুসের দায়িত্ব নেন। এরপর আরও ১৫টির মতো ক্লাবে কাজ করেছেন। এরমধ্যে বোকা জুনিয়র্স, রোসারিও সেন্ট্রাল, স্যান লরেঞ্জো, ভ্যালেজ সার্সফিল্ডসহ আছে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান ক্লাব আল নাসরও। ২০২১ সালে দায়িত্ব নিয়ে রোনালদো যোগ দেওয়ার কিছুদিন আগে বোকা জুনিয়র্সে ফিরে যান তিনি। তিন যুগের কোচিং ক্যারিয়ারে ১২৭৩টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন রুশো। এরমধ্যে জিতেছেন ৫০৯টি। হার ও ড্র যথাক্রমে ৩৯৩ ও ৩৭১।
পিএ/এসএন