তিন বছর আগে বলিউডে মুক্তি পেয়েছিল আলোচিত সিনেমা ‘কান্তারা’। ঋষভ শেট্টি পরিচালিত ছবিটি সে সময় বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। চলতি বছরের ২ অক্টোবর মুক্তি পেয়েছে ওই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপটার ১’। প্রায় ১২৫ কোটি রুপির বাজেটে তৈরি ছবিটি তিন বছর ধরে নির্মাণ করেছেন পরিচালক ঋষভ শেট্টি।
মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ৬১ কোটি রুপি। আর পাঁচ দিনের মাথায় বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৪১৫ কোটিতে এমনটাই উঠে এসেছে বক্স অফিস রিপোর্টে।
উল্লেখযোগ্য যে, অতিমারির ঠিক পর ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কান্তারা’ ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। সে সময় শুধু ছবিই নয়, ছবির পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টিও উঠে আসেন আলোচনার কেন্দ্রে। কিন্তু সফলতা পেয়েও তিনি পেছনে সরে যান, তিন বছরের বিরতি নেন। সেই বিরতির পর আবারও একই রকম সাড়া ফেলেছেন তিনি ‘কান্তারা ১’-এর মাধ্যমে।
ছবিটি একসঙ্গে পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে- তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দিতে। একই সময়ে মুক্তি পেয়েছিল বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, তবে সেটা ‘কান্তারা ১’-এর জনপ্রিয়তার কাছে টিকতে পারেনি।
শুধু ভারতেই প্রথম তিন দিনে ‘কান্তারা ১’ আয় করেছে ২০০ কোটি রুপি। প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ছবির বৈশ্বিক আয় ৫০০ কোটির কাছাকাছি পৌঁছে গেছে। এর আগে ‘কেজিএফ ১’-এর মতো দক্ষিণী সিনেমা এত দ্রুত গতিতে ৫০০ কোটির মাইলফলকে পৌঁছেছিল, তবে এবার সেই রেকর্ড ভেঙেছে ‘কান্তারা ১’।
এমকে/এসএন