ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়া অনূর্ধ্ব-২০ দলকে হারিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। সহজ জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা যুব দল।
নাইজেরিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। তাদের হয়ে জোড়া গোল করেছেন মাহের কারিজ্জো। এ ছাড়া একটি করে গোল করেছেন আলেহো সারকো ও মাতেও সিলভেত্তি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় মিনিটেই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন বায়ার লেভারকুসেনের ফরোয়ার্ড আলেহো সারকো। এই টুর্নামেন্টে দলটির হয়ে এটাই দ্রুততম গোলের রেকর্ড।
মিনিট বিশেক পরই ব্যবধান দ্বিগুণ করেন মাহের কারিজ্জো। ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন তিনি। বিরতির আগে আর গোল করতে পারেনি কোনো দল। ফলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতি থেকে ফিরেই আবার গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৫৩তম মিনিটে বাঁ পায়ের শটে আবারো জাল খুঁজে পান মাহের। ম্যাচের ৬৬ মিনিটে আবারো গোল করে আর্জেন্টিনা। এবার গোল পান ইন্টার মায়ামি উইঙ্গার মাতেও সিলভেত্তি।
আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায় কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
টিজে/এসএন