আমেরিকা ভ্রমণের পর ড. ইউনূস চুপচাপ হয়ে গেছেন : রনি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমেরিকা ভ্রমণ করে দেশে ফিরে চুপচাপ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, ‘আমেরিকায় যাওয়াই তার ঠিক হয়নি। সেখান থেকে তিনি শূন্য হাতে ফিরেছেন। ওই ভ্রমণে বাংলাদেশের জনগণের দুই পয়সার উন্নয়ন হয়নি।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, ‘সম্প্রতি ড. মুহম্মদ ইউনূস সম্প্রতি ১০৪ জনের লাট অথবা লট বহর নিয়ে আমেরিকা ঘুরে এলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে কোনো দেশের সরকারপ্রধানের ১০৪ জন লোক নিয়ে প্রায় ১০ দিন প্লেজার ট্রিপ। ওই ভ্রমণে ১০ দিন বসে ২৪ ঘণ্টা দেশ নিয়ে কেউ ভাবছেন বলে জানা নেই।

উনি যখন যান তখনই আমি আশঙ্কা করেছিলাম। উনার জায়গায় আমি হলে যেতাম না। এই মুহূর্তে দেশে থাকা তার জন্য গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘মানুষ যখন চোরাবালিতে পরে তখন যত বেশি নড়াচড়া করে তত বেশি চোরাবালিতে আটকে যায়।

যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এটা উনার জন্য শেষ সময়। এই শেষ সময়ে তিনি যত বেশি কথা বলবেন তত বেশি বিপদে পড়বেন। যত বেশি ঘোরাফেরা করবেন তত বেশি জটিলতার মধ্যে পড়বেন। যত বেশি পারফর্ম করার চেষ্টা করবেন তত বেশি নিরাপদ প্রত্যাবর্তন বা সেফ এক্সিট উনার জন্য কঠিন হয়ে পড়বে। তিনি এখনো স্থির করতে পারছেন না।

ভাবতে পারছেন না কে তার বন্ধু।’

তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘প্রকৃতিতে বিপদের সময় যারা ছেড়ে যায় না, তাদের বলা হয় হামীম। এরা বিপদের সময় সঙ্গী-সাথী ছেড়ে যায় না। কিন্তু ড. ইউনূসের হাতে গড়া প্রতিষ্ঠান গ্রামীণ সেন্টার, গ্রামীণ টেলিকম কিংবা গ্রামীণ ফোনের কোনো কর্মকর্তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ক্ষমতায় যাওয়ার পর উনার সমক্ষ কতজন খোঁজখবর নিয়েছেন? নেননি। দেশের বাইরের নোবেল বিজয়ীরা কিংবা কোনো দেশের সরকারপ্রধান তিনি দেশে এনেছেন কিন্তু এটা কিন্তু উনার সম্পর্কের কারণে আসেনি। এই অবস্থায় আমেরিকায় যাওয়াই তার ঠিক হয়নি।’

গোলাম মাওলা রনি বলেন, ‘আমেরিকা থেকে তিনি (ড. ইউনূস) শূন্য হাতে দেশে ফিরেছেন। সেখানে বিশ্বের বড় বড় নেতাদের সঙ্গে উনার কোনো চুক্তি হয়নি। যা বাংলাদেশের জনগণের দুই পয়সার উন্নয়ন হয়নি। যদি কোনো চুক্তি হতো তা হলে উন্নয়ন প্রপাগান্ডা শুরু হয়ে যেত। প্রচার-প্রচারণা চোখে পড়ত। কিন্তু সেখানে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে যাতে সরকারের দুর্নাম হয়েছে। তিনটি রাজনৈতিক দলের ছয়জন লোক নিয়ে যাওয়া পুরো ঘটনাটা বুমেরাং হয়েছে। যারা গেছে তারাও নিজ নিজ রাজনৈতিক দলের চক্ষুশূলে পরিণত হয়েছে। তাদের দলীয় কর্মীরা এখন তাদের পছন্দ করছে না।’

তিনি বলেন, ‘আমেরিকায় যাওয়ার পর ওই রাজনৈতিক নেতারা বিব্রতকর অবস্থায় পড়েছেন। কোনো মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার দিতে পারেননি। বাইরের কারো সঙ্গে তাদের আলাপ হয়নি। পেয়েছেন শুধু ডিম বৃষ্টি। সেখানে সাংবাদিক মেহেদির সঙ্গে দেওয়া সাক্ষাৎকার তার সারা জীবনের অর্জনকে ম্লান করে দিয়েছে। গুণী সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি অসংলগ্ন কথা বলে ফেলেছেন।

ট্রাম্পের সঙ্গে তিনি বৈঠক করতে পারেননি। তার সঙ্গে একটি ছবি তুলেছেন, যা নিয়ে হয়ে গেছে মহা কেলেঙ্কারি, কী হাসাহাসি। সেখান থেকে দেশে ফিরে একেবারে সুনসান নীরবতা। চুপচাপ। এই নীরবতা কিন্তু ভালো লক্ষণ নয়। আমেরিকা থেকে ফিরে ড. ইউনূস আশাজাগানিয়া কোনো নির্দেশনা দিতে পারছেন না। কেমন যেন একটা হতাশা নেমে এসেছে চারিদিকে।’

তিনি আরো বলেন, ‘নুরুল হক নুর চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসে নতুন সুরে কথা বলছেন। তিনি বলছেন তাকে যারা পিটিয়েছে তাদের বিচার না করলে গলায় গামছা পরাবেন, এমন একটা হুমকি তিনি দিচ্ছেন। কিন্তু নুরুল হক নুরকে বেশ চিন্তিত মনে হচ্ছে।’


আইকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দাড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত নিশ্চিত: শাহজাহান চৌধুরী Oct 09, 2025
img
ধান লাগাই দেমু: হাসনাত আব্দুল্লাহ Oct 09, 2025
গাজামুখী জাহাজ আটক, শহিদুল আলমকে নেয়া হচ্ছে ইসরায়েলে Oct 09, 2025
পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলার মানুষ জানেও না বুঝেও না Oct 09, 2025
খিলক্ষেত ফুটওভার ব্রিজে জীবন ঝুঁকি! Oct 09, 2025
ক্রেডিট কার্ড নিতে লাগবে না আয়কর রিটার্নের প্রমাণপত্র Oct 09, 2025
img
নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন ট্রাম্প! Oct 09, 2025
img
৫ দাবিতে শুক্রবার সরকারি কর্মচারীদের সংবাদ সম্মেলন Oct 09, 2025
img
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে: নাহিদ Oct 09, 2025
img
উপদেষ্টা পরিষদের সভায় ১১টি অধ্যাদেশ, তিনটি প্রস্তাব অনুমোদন Oct 09, 2025
img
এবার শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ পরিচালকের Oct 09, 2025
img
বাতিল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, দায়মুক্তি পাচ্ছেন আসামিরা Oct 09, 2025
img
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধান উপদেষ্টা Oct 09, 2025
img
নারায়ণগঞ্জে মহাসড়ক থেকে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০ Oct 09, 2025
img

যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে বৈঠক

নির্বাচন শেষে আগের ভূমিকায় ফিরতে চান প্রধান উপদেষ্টা Oct 09, 2025
img
যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বন্ধ করেছে, বললেন ট্রাম্প Oct 09, 2025
img
চসিকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ Oct 09, 2025
img
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ২৭ বিলিয়ন ডলার Oct 09, 2025
img
শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হারল বাংলাদেশ Oct 09, 2025
img
টেলিভিশন অনুমোদন নিয়ে যে হাহাকার তা পুরাতন বন্দোবস্তের হাহাকার: উপদেষ্টা মাহফুজ Oct 09, 2025