চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হলো বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা। একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনগণের সরকার গঠনের লক্ষ্যে এই রূপরেখা প্রণয়ন করা হয়েছে।’
বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজার এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়েই এই পরিবর্তন আনতে চাই।
আনোয়ারার প্রতিটি গ্রাম-গঞ্জে আমরা এই বার্তা পৌঁছে দেব। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনাই আজকের মূল লক্ষ্য।’
এ সময় উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইকে/টিকে